বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ৫৭৩ জনের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে কমিটি

‌এসএসসি–তে গ্রুপ ডি নিয়োগ মামলায় ৫৭৩ জনের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে আবেদন জানাল কলকাতা হাই কোর্টের বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন বিচারবিভাগীয় কমিটি। আগামী সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা।

বিচারবিভাগীয় তদন্ত কমিটি আদালতের কাছে আবেদন জানিয়েছে, আদালতের বেঁধে দেওয়া তদন্তের সময়সীমা বৃদ্ধি করা হোক। পাশাপাশি বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়ের বেশ কিছু অংশকে বাতিল করুক আদালত। আগামী সোমবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এরপর বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ অন্য একটি মামলায় গ্রুপ ডি–তে নিয়োগ দুর্নীতির অভিযোগে ৫৭৩ জনের চাকরি বাতিলের কথা জানায়।

বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নিয়োগ দুর্নীতি মামলায় ৫৭৩ জনকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি বেতন বন্ধেরও নির্দেশ দেয়। সেইসঙ্গে ওই ৫৭৩ জন এখনও পর্যন্ত যা বেতন পেয়েছেন তা ফেরত নেওয়ারও নির্দেশ দিয়েছে জেলা স্কুল পর্যবেক্ষককে।

বন্ধ করুন