বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'নতুন দল তো তৈরি করতে পারেন', কপিল সিব্বলকে 'কাজের কাজ' করার পরামর্শ অধীরের

'নতুন দল তো তৈরি করতে পারেন', কপিল সিব্বলকে 'কাজের কাজ' করার পরামর্শ অধীরের

অধীর চৌধুরী (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তো নতুন দলে যোগ দিতে পারেন। কংগ্রেসের বিরুদ্ধে এইসব মন্তব্য না করে নতুন কিছু তৈরি করে দেখান। বললেন অধীর চৌধুরী।

দ‌লের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এসেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিব্বল। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। হারই কংগ্রেসের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে বলে কটাক্ষ করেছিলেন তিনি। এবার তাঁকে পালটা আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি বললেন, ‘‌কোনও পদক্ষেপ না করে আত্মবিশ্লেষণের কথা বলার কোনও অর্থ হয় না। নতুন দল তৈরি করতে উনি মুক্ত বা যদি মনে করেন যে কংগ্রেস সঠিক জায়গা নয়, তাহলে নতুন দলে যোগ দিতে পারেন। কংগ্রেসের বিরুদ্ধে এইসব মন্তব্য না করে নতুন কিছু তৈরি করে দেখান।’‌

সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে গিয়ে অধীর বলেন, ‘আগেও এই নিয়ে কথা বলেছেন কপিল সিব্বল। তাঁকে দেখে মনে হয়েছে তিনি কংগ্রেসকে নিয়ে খুবই উদ্বিগ্ন। আত্মবিশ্লেষণ চাইছেন। কিন্তু আমরা ওঁর মুখটাই দেখতে পাইনি বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ কিংবা গুজরাতের ভোটে। যদি কপিল বিহার ও মধ্যপ্রদেশে যেতেন, তাহলে প্রমাণ হয়ে যেত উনি যা বলছেন তা ঠিক। কিন্তু কেবল মুখের কথায় কিছুই হয় না। কাজের কাজ কিছু না করে এই আত্মবিশ্লেষণের কোনও মানে নেই।’

এই বিষয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট কপিল সিব্বলের দাবিকে খারিজ করে আর্জি জানান, তাঁর যা বলার তা দলের অন্দরে বলতে পারতেন। দলের অন্দরের বিষয়গুলি নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশ্যে বলা উচিত কাজ করেননি তিনি। এর ফলে দেশজুড়ে দলের কর্মীদের আবেগে আঘাত লাগতে পারে।

বন্ধ করুন