সাগরদিঘি উপনির্বাচনে জয়ী বাংলার একমাত্র কংগ্রেস বিধায়ককে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। প্রাণ নাশের আশঙ্কায় পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। সেই সংক্রান্ত মামলায় সাগরদিঘির বিধায়ককে এবং তার পরিবারকে পুলিশি নিরাপত্তার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। হাইকোর্টের এই নির্দেশের ফলে স্বাভাবিকভাবে স্বস্তি পেলেন কংগ্রেস বিধায়ক।
উল্লেখ্য, গত ২ মার্চ সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। তাতে দেখা যায় তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দোপাধ্যায়কে ২২ হাজার ৯৮০ ভোটে হারিয়েছিলেন এই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। কিন্তু ভোটে জয়ের পর থেকে লাগাতার খুনের হুমকি পেতে থাকেন কংগ্রেস বিধায়ক। পাশাপাশি তবে পরিবারকেও প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দিতে থাকে দুষ্কৃতীরা। সেই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। তবে প্রাণ নাশের হুমকির পর থেকে ই বাইরন এবং তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের সেই আতঙ্ক কিছুটা কেটেছে। যদিও পুলিশ এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি বলে দাবি করেছেন বিধায়ক।
আজ বৃহস্পতিবার কংগ্রেস বিধায়কের অফিস থেকে জানানো হয়েছে, এখন তারা আদালতের নির্দেশের প্রতিলিপি হাতে পাননি। সেই কপি হাতে পেলে বিধায়ক নিজের মতামত জানাবেন। তাদের অভিযোগ, হাইকোর্টের তরফে পুলিশ নিরাপত্তার নির্দেশ দেওয়া হলেও এখনও এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেনি রাজ্য পুলিশের কোনও আধিকারিকরা। উল্লেখ্য, সাগরদিঘি উপনির্বাচনে জয়ের পরেই সামশেরগঞ্জ জেলার তৃণমূল নেতার সঙ্গে বাইরনের মোবাইলে কথোপকথনের অডিয়ো ভাইরাল হয়, যেখানে বাইরনের বিরুদ্ধে তৃণমূল নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে। এর পরে কংগ্রেস বিধায়কের শপথ অনুষ্ঠান বয়কট করেছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা। অভিযোগ ওঠে শপথ অনুষ্ঠানের পর থেকে তাঁকে প্রনেনাশের হুমকি দেওয়া হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরে নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস বিধায়ক।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup