বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > প্রাণনাশের হুমকি, কংগ্রেস বিধায়ককে নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের

প্রাণনাশের হুমকি, কংগ্রেস বিধায়ককে নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের

কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস।

গত ২ মার্চ সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। তাতে দেখা যায় তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দোপাধ্যায়কে ২২ হাজার ৯৮০ ভোটে হারিয়েছিলেন এই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। কিন্তু ভোটে জয়ের পর থেকে লাগাতার খুনের হুমকি পেতে থাকেন কংগ্রেস বিধায়ক। 

সাগরদিঘি উপনির্বাচনে জয়ী বাংলার একমাত্র কংগ্রেস বিধায়ককে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। প্রাণ নাশের আশঙ্কায় পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। সেই সংক্রান্ত মামলায় সাগরদিঘির বিধায়ককে এবং তার পরিবারকে পুলিশি নিরাপত্তার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। হাইকোর্টের এই নির্দেশের ফলে স্বাভাবিকভাবে স্বস্তি পেলেন কংগ্রেস বিধায়ক।

উল্লেখ্য, গত ২ মার্চ সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। তাতে দেখা যায় তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দোপাধ্যায়কে ২২ হাজার ৯৮০ ভোটে হারিয়েছিলেন এই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। কিন্তু ভোটে জয়ের পর থেকে লাগাতার খুনের হুমকি পেতে থাকেন কংগ্রেস বিধায়ক। পাশাপাশি তবে পরিবারকেও প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দিতে থাকে দুষ্কৃতীরা। সেই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। তবে প্রাণ নাশের হুমকির পর থেকে ই বাইরন এবং তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের সেই আতঙ্ক কিছুটা কেটেছে। যদিও পুলিশ এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি বলে দাবি করেছেন বিধায়ক।

আজ বৃহস্পতিবার কংগ্রেস বিধায়কের অফিস থেকে জানানো হয়েছে, এখন তারা আদালতের নির্দেশের প্রতিলিপি হাতে পাননি। সেই কপি হাতে পেলে বিধায়ক নিজের মতামত জানাবেন। তাদের অভিযোগ, হাইকোর্টের তরফে পুলিশ নিরাপত্তার নির্দেশ দেওয়া হলেও এখনও এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেনি রাজ্য পুলিশের কোনও আধিকারিকরা। উল্লেখ্য, সাগরদিঘি উপনির্বাচনে জয়ের পরেই সামশেরগঞ্জ জেলার তৃণমূল নেতার সঙ্গে বাইরনের মোবাইলে কথোপকথনের অডিয়ো ভাইরাল হয়, যেখানে বাইরনের বিরুদ্ধে তৃণমূল নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে। এর পরে কংগ্রেস বিধায়কের শপথ অনুষ্ঠান বয়কট করেছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা। অভিযোগ ওঠে শপথ অনুষ্ঠানের পর থেকে তাঁকে প্রনেনাশের হুমকি দেওয়া হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরে নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস বিধায়ক।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল 'কলেজ লাইফের সন্দীপের …', বালুরঘাট হাসপাতালের সুপার মুখ খুললেন 'সহপাঠী' কে নিয়ে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল নিম্নচাপের ভ্রূকূটির মধ্যে শনিতে ৫ জেলায় সতর্কতা, রবিতে ৬-তে, বৃষ্টি বাড়বে কবে? আরজি করের আবেগকে অস্ত্র করে ছবির প্রচারের অভিযোগ কুণালের, বদলালো টেক্কার পোস্টার ‘গতি ভালো লাগে আমার,’ বন্দে ভারতে একমাত্র নারী মোটরম্যান ঋত্বিকা ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.