বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > তৃণমূলে যোগ দিলেন বাদুড়িয়ার কংগ্রেসি বিধায়ক

তৃণমূলে যোগ দিলেন বাদুড়িয়ার কংগ্রেসি বিধায়ক

তৃণমূলে যোগ দিচ্ছেন বাদুড়িয়ার কংগ্রেসি বিধায়ক আবদুল রহিম। 

এদিন তাঁর হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম। এর পর আবদুল রহিম সাহেব বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে বিদায় করতে।’

বিধানসভা ভোটের বাদ্যি বাজতেই পশ্চিমবঙ্গে গরম দলবদলের বাজার। এরই মধ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাদুড়িয়ার বিধায়ক আবদুল রহিম। শনিবার তৃণমূল ভবনে শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। 

গত মাসেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বসিরহাটের বিধায়ক রফিকুল ইসলাম। তার পর থেকেই বাদুড়িয়ার বিধায়কের দলবদল নিয়ে জল্পনা চলছিল। শনিবার সেই জল্পনা সত্যি হল। তৃণমূলে যোগ দিলেন আবদুল রহিম সাহেব। 

এদিন তাঁর হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম। এর পর আবদুল রহিম সাহেব বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে বিদায় করতে।’ মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ‘কঠিন আর্থিক অবস্থার মধ্যেও পশ্চিমবঙ্গের উন্নয়নের ধারা অব্যহত রেখেছেন মমতা।’

দীর্ঘদিন ধরে কংগ্রেসের শক্ত ঘাঁটি বসিরহাট মহকুমার বাদুড়িয়া। বাম জমানাতেও এখানে দাঁত ফোটাতে পারেনি সিপিআইএম। দফায় দফায় ভোটে জিতে বিধায়ক হয়েছেন আবদুর রহিমের বাবা আবদুল গফ্ফর সাহেব। সেই বাদুড়িয়ার বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। এদিন আবদুল রহিম ছাড়াও তৃণমূলে যোগ দেন বেশ কয়েকজন আইপিএস।

 

বন্ধ করুন