আজ, শনিবার কলকাতায় এসেছেন কংগ্রেসের নয়াদিল্লির শীর্ষনেতৃত্ব। জয়রাম রমেশ এবং দিগ্বিজয় সিং এখানে এসেছেন। কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র দায়িত্বে রয়েছেন তাঁরা। এদিন কলকাতায় বসেই কারও নাম না করে বিজেপি বিরোধী দলগুলিকে কড়া বার্তা দিলেন জয়রাম রমেশ। এদিন তাঁরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন।
ঠিক কী বলেছেন জয়রাম রমেশ? এদিন সাংবাদিক বৈঠক করে জয়রাম বলেন, ‘কেউ কেউ বিরোধী জোট গড়ে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে। পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। নিজেদের দলের সঙ্গেও কংগ্রেস নাম জোড়ার চেষ্টা করছে। এর থেকেই বোঝা যায়, কংগ্রেসকে কেউ অস্বীকার করতে পারে না। কংগ্রেসকে ভাঙা যাবে না। কংগ্রেস নামের পেটেন্ট থাকলে ভাল হতো। কংগ্রেস থেকে বেরিয়ে এই নামের ব্যবহার করা হয়। দেশে কংগ্রেস ছাড়া কখনওই বিরোধী জোট বা ঐক্য গড়া সম্ভব নয়। দয়া করে কংগ্রেসকে পিছনের সারিতে রাখবেন না।’
কেন এমন মন্তব্য করলেন জয়রাম? কলকাতায় এসে বিরোধী জোট গড়ার ক্ষেত্রে তাঁর এই মন্তব্য দুটি কারণে করা হয়েছে। এক, তৃণমূল কংগ্রেসকে জোটের বার্তা দেওয়া হল। যা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুই, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে হলে বিরোধীদের কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর আহ্বান করা হল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাই লাদাখ হিল কাউন্সিলে বিজেপিকে হারিয়ে কংগ্রেস জিতেছে এই কথা উল্লেখ করে জয়রাম রমেশ বলেন, ‘কংগ্রেস মরে যায়নি। জীবিত আছে। কংগ্রেস একটি বড় হাতির মতো। ধীরে ধীরে চলে। কিন্তু যখন চলে, তখন ঠিক পথেই চলে। ভারত জোড়ো যাত্রা এই হাতির জন্য বিশাল অক্সিজেন জোগাল। কংগ্রেসকে দেশ থেকে মুছে ফেলা যাবে না।’
বিজেপির উদ্দেশে কী বলেন রমেশ? বিজেপি গোটা দেশের ক্ষতি করছে সেকথা বিরোধী দলগুলি বারবার বলেছে। এবার বিজেপিকে কড়া বার্তা দিয়ে জয়রাম রমেশ জানান, রাজ্যের প্রতিনিধিরা কিভাবে ভারত জোড়ো যাত্রায় সামিল হবেন সেটা ২৮ সেপ্টেম্বর রাজ্যের নেতারা সিদ্ধান্ত নেবেন। কয়েক মাসের মধ্যে বাংলাতেও এমন যাত্রা হবে। ২৮ তারিখ এই নিয়ে বৈঠক হবে। বাংলা থেকে ১০০ জন যোগ দেবে এই যাত্রায়। ইতিমধ্যে ভারত জোড়ো যাত্রা দেশে সাড়া ফেলে দিয়েছে। যার ফলে বিজেপি চিন্তিত হয়ে পড়েছে। তাই এই যাত্রাকে বানচাল করার জন্য বিজেপি উঠে পড়ে লেগেছে। এরপরই তিনি বলেন, ‘কংগ্রেসকে আমরা দুর্বল হতে দেব না। আপনারা যদি কংগ্রেসের সঙ্গে আসতে চান, তাহলে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করবেন না।’