রাজ্যে কনসটেবল নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে দায়ের মামলায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাব্যুনাল বা SATএর রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে পুনো প্যানেল ধরেই চলবে নিয়োগপ্রক্রিয়া। বুধবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালতের এই রায়ে বৈধ বলে স্বীকৃতি পেল ২০২১ সালের ২৬ মার্চ প্রকাশিত প্যানেল।
২০১৯ সালের বিজ্ঞপ্তি অনুসারে ২০২১ সালের ২৬ মার্চ কনসটেবল নিয়োগের ৪০২ জনের প্যানেল প্রকাশিত হয়। প্যানেলে একাধিক গরমিল রয়েছে বলে অভিযোগ করে SAT এর দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের একাংশ। সেই মামলায় SAT রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডকে নির্দেশ দেয়, অসংরক্ষিতদের জন্য ৪ সপ্তাহের মধ্যে আলাদা তালিকা তৈরি করতে হবে। এর পর মামলাকারীরা দাবি করেন, কিছু প্রার্থীর নম্বর অবৈধ ভাবে বাড়ানো হয়েছে। এই অভিযোগের সত্যতা মেনে নিয়ে গোটা প্যানেল খারিজ করে নতুন প্যানেল তৈরির নির্দেশ দেয় SAT.
SAT এর নির্দেশের ভিত্তিতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে নতুন তালিকা প্রকাশ করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সেখানে আগের প্যানেলের ১৩৭ জন প্রার্থীর নাম বাদ পড়ে। সঙ্গে ২১৭ জন চাকরিতে যোগদান করতে অস্বীকার করেছে বলে জানানো হয়। সেই তালিকায় অসন্তোষ প্রকাশ করে নিয়োগপ্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।
বুধবার মামলার রায়ে SAT এর নির্দেশ খারিজ করে দেয় আদালত। ২০২১ সালের ২৬ মার্চ প্রকাশিত প্যানেলকেই বৈধ ঘোষণা করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। চাকরিপ্রার্থীরা বর্ধিত বয়সের সুবিধা পাবেন বলেও নির্দেশ দিয়েছে আদালত। দ্বিতীয় প্যানেল অনুসারে যারা চাকরি পেয়েছেন তাদের অন্য চাকরিতে স্থানান্তরের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।