বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kalighat skywalk: কালীঘাটে স্কাইওয়াক নির্মাণে ব্যবসায় ক্ষতি, ক্ষতিপূরণের চেয়ে হাই কোর্টে মামলা

Kalighat skywalk: কালীঘাটে স্কাইওয়াক নির্মাণে ব্যবসায় ক্ষতি, ক্ষতিপূরণের চেয়ে হাই কোর্টে মামলা

কালীঘাটে স্কাইওয়াক নির্মাণে ব্যবসায় ক্ষতি, ক্ষতিপূরণের চেয়ে হাই কোর্টে মামলা

Kalighat skywalk ২০২২ সালের জানুয়ারি মাসে কালীঘাটে স্কাইওয়াক নির্মাণের কাজ শুরু হয়। কালীঘাট মন্দির ও সংলগ্ন চত্বর সাজানোর জন্য ২০১৯ সালে ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা পরে বাড়িয়ে ১৭ কোটি করা হয়।

কালীঘাটে স্কাইওয়াক নির্মাণের কারণে নিয়মিত ব্যবসা বন্ধ থাকায় বেশ কিছু স্থানীয় দোকানি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ক্ষতিপূরণের দাবি জানিয়ে। সুবীর রায়-সহ কয়েকজন ব্যবসায়ী এই মামলা দায়ের করেছেন। তাঁদের দাবি, ব্যবসা বন্ধ থাকায় মহাজনের কাছ থেকে নেওয়া ধারের টাকা মেটাতে পারছেন না ব্যবসায়ীরা, ফলে তাঁদের পরিবারগুলি সমস্যায় পড়েছে। মঙ্গলবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আবেদনকারীদের আইনজীবী ঋতুপর্ণা ঘোষ।

২০২২ সালের জানুয়ারি মাসে কালীঘাটে স্কাইওয়াক নির্মাণের কাজ শুরু হয়। কালীঘাট মন্দির ও সংলগ্ন চত্বর সাজানোর জন্য ২০১৯ সালে ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা পরে বাড়িয়ে ১৭ কোটি করা হয়। মন্দিরের বাইরের স্থানগুলির সংস্কার ও স্কাইওয়াক নির্মাণের দায়িত্বে রয়েছে কলকাতা পুরসভা এবং পুর ও নগরোন্নয়ন দফতর। মন্দির সংস্কারের যাবতীয় দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলায়েন্স গোষ্ঠীর হাতে তুলে দিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ীদের একাংশের দাবি, স্কাইওয়াক নির্মাণের কারণে তাঁদের ব্যবসায় বিপুল ক্ষতি হয়েছে। ব্যবসা চালাতে না পারায় তাঁরা মহাজনের ঋণ শোধ করতে পারছেন না এবং আর্থিক সংকটে ভুগছেন। তাই আদালতের হস্তক্ষেপ চেয়ে তাঁরা ক্ষতিপূরণ অথবা অন্যত্র পুনর্বাসনের আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন। অগস্ট মাসেই খুলে যেতে চলেছে কালীঘাটের স্কাইওয়াক, সংস্কার শেষের পথে মন্দিরও

এই পরিস্থিতিতে হাই কোর্টের রায় কী হয়, তা দেখার অপেক্ষায় আছেন স্থানীয় ব্যবসায়ীরা। 

বেশ কয়েকবছর ধরে চলছে কালীঘাট স্কাইওয়াক নির্মাণের। ইতিমধ্যেই কাস্টিংয়ের কাজও সম্পূর্ণ হয়েছে। নির্মীয়মাণ স্কাইওয়াকের উপর শেড বসানোর কাজও চলছে। এই স্কাইওয়াকে ওঠানামার জন্য কংক্রিটের সিঁড়িও সম্পূর্ণ হয়ে গিয়েছে। জুলাই মাসের মধ্যেই বেশিরভাগ কাজ শেষ হয়ে যাবে। এমনই দাবি করা হচ্ছে কলকাতা পুরসভার পক্ষ থেকে।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন… সাত বছর পরে আবার শুরু হবে এই টুর্নামেন্ট! সচিন থেকে লারা খেলেছিলেন সকলেই বাংলাদেশের ঢাকায় এবার কতগুলি পুজো হবে? কতটা কড়া নিরাপত্তা? জানাল পড়শি প্রশাসন উৎসবের মরশুমে ৬৫৫৬টি স্পেশাল ট্রেন চলবে দেশে, শিয়ালদা থেকে কবে ছুটবে পুজোর লোকাল দিনভর প্যান্ডেল হপিং করে ক্লান্ত? নিজেকে তরতাজা করতে সঙ্গে রাখুন এগুলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.