বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Labourer death: কলকাতায় কাজ করতে এসে নিখোঁজ মালদার শ্রমিক, তৎপর নয় পুলিশ, দাবি পরিবারের

Labourer death: কলকাতায় কাজ করতে এসে নিখোঁজ মালদার শ্রমিক, তৎপর নয় পুলিশ, দাবি পরিবারের

পর্ণশ্রী থানা।

মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা নজরুল কলকাতার বেহালায় নির্মাণের কাজ করছেন বেশ কয়েক বছর ধরেই। তাঁর পরিবারে রয়েছেন দুই ছেলে এবং চার মেয়ে। ছেলেরা মুম্বইয়ে কাজ করেন। চার মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে।

গত সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন এক নির্মাণ শ্রমিক। মালদার বাসিন্দা ওই শ্রমিক কলকাতায় একটি নির্মাণ কাজে এসেছিলেন। তবে ২৬ ডিসেম্বর থেকে তাঁর কোনও খোঁজ মিলছে না। তাঁর মোবাইল ফোনটিও মিলেছে অন্য এক ব্যক্তির কাছে। এই অবস্থায় দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ওই শ্রমিকের পরিবার। নিখোঁজ হওয়া শ্রমিকের নাম নজরুল ইসলাম বেহালায় তিনি একটি নির্মাণের কাজ করছিলেন। এই ঘটনায় নজরুলের পরিবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন।

কী ঘটেছিল?

জানা গিয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা নজরুল কলকাতার বেহালায় নির্মাণের কাজ করছেন বেশ কয়েক বছর ধরেই। তাঁর পরিবারে রয়েছেন দুই ছেলে এবং চার মেয়ে। ছেলেরা মুম্বইয়ে কাজ করেন। চার মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। তাঁর স্ত্রী দুলালি বিবির সঙ্গে শেষ বারের মতো কথা হয়েছিল গত ২৬ ডিসেম্বর সকালে। তারপর স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি দুলালি। স্বামীর খোঁজ না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। তিনি বারবার নজরুলকে ফোন করতে থাকেন শেষে অন্য এক ব্যক্তি সেই ফোন তোলেন। মদ্যপ এক ব্যক্তি চা বিক্রেতার কাছে এক ফোনটি রেখে গিয়েছিল। এরপর তড়িঘড়ি নজরুলের স্ত্রী এবং শ্যালক তাঁর খোঁজে কলকাতায় পাড়ি দেন। দুই ছেলেও মুম্বই থেকে চলে আসেন। পরিবারের লোকেরা বেহালা এবং পর্ণশ্রী এলাকার বিভিন্ন হাসপাতাল খোঁজখবর নেন। কিন্তু কোথাও খোঁজ পাননি।

এদিকে, পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ জানায় বর্ষবরণ এবং নতুন বছরের উৎসবকে কেন্দ্র করে এখন তারা নিরাপত্তার কাজে ব্যস্ত। সেই পর্ব মিটলে তবেই তারা এই কাজ করতে পারবে। তাদের পরিবারের বক্তব্য, পুলিশ এবিষয় তৎপর হলে দ্রুত নজরুলকে খুঁজে পাওয়া সম্ভব। 

যদিও পুলিশ জানিয়েছে, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। চা বিক্রেতার সঙ্গেও কথা হয়েছে। নজরুলের ২৬ তারিখের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে বিষয়টি জানা যাবে যে ওইসময় তিনি কোথায় ছিলেন। লালবাজারের এক আধিকারিক জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

বন্ধ করুন