কলকাতায় ফিরল কনটেনমেন্ট জোন। প্রাথমিকভাবে ২৫ টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই তালিকায় দুটি বস্তি এলাকা আছে। একাধিক আবাসন, ফ্ল্যাট এবং হস্টেলকেও কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দেখে নিন পুরো তালিকা
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজ্যে লাগামহীনভাবে বেড়েছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। সোমবার সেই সংখ্যাটা সামান্য কমলেও উদ্বেগ কমেনি। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৬,০৭৮ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সংক্রমণের হার ১৯ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। যা কিনা পাঁচ শতাংশের নীচে থাকা অত্যন্ত জরুরি। তাও নমুনা পরীক্ষার সংখ্যা এখনও কম আছে। পরীক্ষার সংখ্যা বাড়লে আক্রান্তের ছবিটা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবথেকে বেশি উদ্বেগ বাড়িয়েছে কলকাতা। শেষ ২৪ ঘণ্টায় শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২,৮০১ জন। সঙ্গে যোগ হয়েছে ওমিক্রনের আতঙ্ক।