আগে ছিল ২৮ টি, নয়া তালিকায় কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা কমে দাঁড়াল ২৫। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে ওই এলাকাগুলিতে কড়া বিধিনিষেধ বা লকডাউন শুরু হবে। আপাতত সাত দিন সেই কড়া নিয়ন্ত্রণ চলবে।
গোটা ওয়ার্ডে বিধিনিষেধ না চাপিয়ে এলাকাভিত্তিক কনটেনমেন্ট জোন ঘোষণার পথে আগেই হেঁটেছিল রাজ্য সরকার। নয়া তালিকার ক্ষেত্রেও সেভাবেই কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। সেখানেই শুধুমাত্র কড়া নিয়ন্ত্রণবিধি কার্যকর থাকবে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অ্যাফেক্টেড বা 'এ' কনটেনমেন্ট জোন এবং 'বি' বা বাফার কনটেনমেন্ট জোন নিয়ে ছোটো ছোটো রাস্তায় ব্যারিকেড তৈরি হচ্ছে। সেখানে বিধিনিষেধ কার্যকর হবে। ওইসব এলাকায় সংক্রমণ কমানোর জন্যই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
পরে রাজ্যের তরফে নয়া কনটেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয়েছে, সেই অনুযায়ী, কলকাতা পৌরনিগমের আওতায় ২৫ টি এলাকায় লকডাউন হবে। সেই এলাকাগুলি হল -
১) ৩১ নম্বর ওয়ার্ড : কাঁকুড়গাছির ২০/১ এন, মোতিলাল বসাক লেন।
২) ৭৪ নম্বর ওয়ার্ড : সত্যম টাওয়ার্স - ৬৪ এ আলিপুর রোড।
৩) ৭৪ নম্বর ওয়ার্ড : ৫বি, জাজেস কোর্ট।
৪) ৭০ নম্বর ওয়ার্ড : ভবানীপুরের ১৯ এ শরৎ বোস রোড, কলকাতা - ২০।
৫) ৭০ নম্বর ওয়ার্ড : চক্রবেড়িয়া রোড, কলকাতা - ২৫ (৪৯ বি, ৩৬ এ, ৪৪, 8/১ বি, ১২ এ)।
৬ূ) ৩১ নম্বর ওয়ার্ড : খোট্টাবাগান, এসসিএইচ VII এম এলাকার পি ১২ (কাঁকুড়গাছি), সিআইটি স্কিম VII এম।
৭) ১৩ নম্বর ওয়ার্ড : উল্টোডাঙায় আরিফ রোড (১/২ আরিফ রোড)।
৮) ১৩ নম্বর ওয়ার্ড : পুরো অধর চন্দ্র দাস লেন।
৯) ১০৯ নম্বর ওয়ার্ড : মুকুন্দপুরের ১৩৮ পূর্বালোক, কলকাতা - ৯৯।
১০) ৭০ নম্বর ওয়ার্ড : ভবানীপুরের ৫৫ এ, শরৎ ব্যানার্জী রোড, কলকাতা - ২৯।
১১) ২৭ নম্বর ওয়ার্ড : বটতলার ৮/সি, ৩ এ, ৪/১ ডি, হরিপাল লেন।
১২) ১৩ নম্বর ওয়ার্ড : দত্তবাগানের জওহরলাল দত্ত লেন দত্তবাগান)।
১৩) ৭৪ নম্বর ওয়ার্ড : ১ নম্বর বেলভেডিয়ার রোড (বেলভেডিয়ার এস্টেট)।
১৪) ৯৬ নম্বর ওয়ার্ড : ২ নম্বর বিজয়গড়।
১৫) ৬৭ নম্বর ওয়ার্ড : ৭৬ থেকে ১৫৭ ডক্টর জি এস বোস রোড।
১৬) ৩৮ নম্বর ওয়ার্ড : আমহার্স্ট স্ট্রিটের ১৩৮, রাজা রামমোহন সরণি (৪৬/৫৭, ৫৭, ১০৪, ৯৬ এ, ১০৬/২ এ)।
১৭) ১০৯ নম্বর ওয়ার্ড : অজয়নগরে সম্মিলনী পার্ক, কলকাতা - ৯৯ (মাঙ্গলিক থেকে যুবশক্তি সম্মিলনী ক্লাব)
১৮) ১৩ নম্বর ওয়ার্ড : করবাগানে ১৭ উল্টোডাঙা মেন রোড।
১৯) ৩৩ নম্বর ওয়ার্ড : ফুলবাগানে ৩৪এল এবং ৬৪, সুরেন সরকার রোড।
২০) ৩৩ নম্বর ওয়ার্ড : জোড়া মন্দির বাজার এলাকার তরুণকৃষ্ণ নস্কর লেন ক্রসিং সঙ্গে চালপট্টি রোড।
২১) ৬৭ নম্বর ওয়ার্ড : ৮৫ থেকে ১৫৮ সুইনহো লেন।
২২) ১২৩ নম্বর ওয়ার্ড : সখের বাজারের বৈদ্যপাড়া হাইস্কুল থেকে ৪৬/১ ভুবনমোহন রায় রোড।
২৩) ১২৪ নম্বর ওয়ার্ড : ৫১ প্রগতি পল্লি থেকে ২৪৫ সি মহাত্মা গান্ধী রোড।
২৪) ২৫ নম্বর ওয়ার্ড : ৩২, ৬৭ বি, ৫/৭ বলরাম দে স্ট্রিট।
২৫) ৬০ নম্বর ওয়ার্ড : বেনিয়াপুকুর এলাকার লিটন স্ট্রিটের ব্লাড ব্যাঙ্ক (সুন্দরীমোহন অ্যাভিনিউ ক্রসিং) থেকে বিদ্যাপীঠ স্কুল।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যা পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,০৪৬। তার আগের ২৪ ঘণ্টায় ৩৬৬ জন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। ওই সময়ের মধ্যে সেরে উঠেছেন ৯৮ জন এবং মৃত্যু হয়েছে ছ'জনের। সবমিলিয়ে কলকাতায় সুস্থ রোগীর সংখ্যা ৪,৭৮৮। মৃত্যু হয়েছে ৪৪৪ জনের।