বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Coromandel Express Accident: কোনও দিন দায় নেননি, পালিয়ে বেড়িয়েছেন, মমতাকে পালটা আক্রমণ দিলীপ ঘোষের

Coromandel Express Accident: কোনও দিন দায় নেননি, পালিয়ে বেড়িয়েছেন, মমতাকে পালটা আক্রমণ দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ।

এদিন দিলীপ ঘোষ বলেন, ‘যে মমতা ব্যানার্জি কোনদিন দায় নেয়নি। পালিয়ে বেড়িয়েছেন দায়িত্ব থেকে। আর রেলকে ইউজ করে মুখ্যমন্ত্রী হয়েছেন। তার ভাইপো ডায়লগ দিলে কে শুনবে? জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এক্সিডেন্ট আমরা ভুলে গেছি পশ্চিম বাংলায়?

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার দায় নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করায় একযোগে পিসি - ভাইপোকে আক্রমণ করলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। রবিবার নিউ টাউনের সিসি ব্লকে ১৮তলা বাজার সংলগ্ন শিবকালী মন্দিরে জগন্নাথের স্নান যাত্রায় অংশগ্রহণ করে একথা বলেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন, নিজের রাজ্যে এত বোমা বিস্ফোরণ হচ্ছে তা নিয়ে কোনও কথা বলছেন না কেন মুখ্যমন্ত্রী।

এদিন দিলীপ ঘোষ বলেন, ‘যে মমতা ব্যানার্জি কোনদিন দায় নেয়নি। পালিয়ে বেড়িয়েছেন দায়িত্ব থেকে। আর রেলকে ইউজ করে মুখ্যমন্ত্রী হয়েছেন। তার ভাইপো ডায়লগ দিলে কে শুনবে? জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এক্সিডেন্ট আমরা ভুলে গেছি পশ্চিম বাংলায়? গাইসালের এক্সিডেন্ট ভুলে গেছি আমরা? ভুলিনি। গত দশ বছরে কত অ্যাক্সিডেন্ট হয়েছে বলুন। মোদীই একমাত্র যিনি টেকনোলজিকে উন্নত করেছে। ট্রেনিং দিয়ে এমপ্লয়িদের এফিসিয়েন্সি বাড়িয়েছেন। তারপরেও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কারোর হাতে নেই, সেজন্য প্রধানমন্ত্রী নিজে এসেছেন। কোন প্রধানমন্ত্রী যায় দেখতে? উড়িষ্যা সরকার যথেষ্ট চেষ্টা করেছে। সেজন্য এসব ভুলে যান মানুষকে সেবা করুন’।

দিলীপ বাবু প্রশ্ন তোলেন, ‘আপনার এখান থেকে পরিযায়ী শ্রমিক উত্তর ভারতে, দক্ষিণ ভারতে যাচ্ছে। কেন যায়? যেখানে ভারতবর্ষের এক্সিডেন্ট হয় কেন এখানকার পরিযায়ী শ্রমিকরা মারা যায়? কারণ আপনারা চাকরি দিতে পারেন না। চিকিৎসা করতে দক্ষিণ ভারতে, চাকরি করতে, পড়াশোনা করতে দক্ষিণ ভারতে যেতে হয়। অ্যাক্সিডেন্ট হলে তো মারা যাবেই আমাদের লোক’।

মমতাকে আক্রমণ করে দিলীপবাবু বলেন, ‘সারা পশ্চিম বাংলায় যে রোজ মারা যাচ্ছে বোম ফেটে সেটা ভুলে গেছেন উনি? এটা ইস্যু পেয়ে গেছে বাঁচার। রোজ করমণ্ডল এক্সপ্রেসের এক্সিডেন্ট হবে না। কিন্তু আপনাকে রোজ জবাব দিতে হবে বোমা কেন ফাটছে? গুলি বন্দুকের কেন আওয়াজ হচ্ছে? এর থেকে বাঁচার কোনো উপায় নেই এই চাদর উড়িয়ে আপনি বাঁচতে পারবেন না’।

 

বন্ধ করুন