বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Coronavirus in Kolkata: কলকাতার মাত্র ২৫ টি ওয়ার্ডে নেই একটাও A কনটেনমেন্ট জোন!

Coronavirus in Kolkata: কলকাতার মাত্র ২৫ টি ওয়ার্ডে নেই একটাও A কনটেনমেন্ট জোন!

আনলক ১-এর প্রথম দিনে চেনা ছন্দে কলকাতার রাস্তা (ছবি সৌজন্য সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

দেখে নিন কোন কোন ওয়ার্ড একেবারে 'এ' কনটেনমেন্ট জোন মুক্ত।

পশ্চিমবঙ্গের মধ্যে করোনাভাইরাসের সবথেকে বেশি প্রভাব পড়েছে কলকাতায়। ফলে স্বভাবতই মহানগরীতে অ্যাফেক্টেড বা 'এ' কনটেনমেন্ট জোনের সংখ্যা রাজ্যের মধ্যে সবথেকে বেশি। 

রাজ্য সরকারের সাম্প্রতিক আপডেট অনুযায়ী, কলকাতার ২৪৬ টি জায়গাকে 'এ' কনটেনমেন্ট জোন বা সবথেকে প্রভাবিত সংক্রামক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কলকাতা পুরনিগমের আওতাভুক্ত ১৪৪ টির মধ্যে অধিকাংশ ওয়ার্ডেই অ্যাফেক্টেড জোনভুক্ত। বেশিরভাগ ওয়ার্ডেই একাধিক এলাকা 'এ' কনটেনমেন্ট জোনে রয়েছে।  

দেখুন পুরো তালিকা

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ১৫ জুন পর্যন্ত ওই এলাকাগুলিতে লকডাউনে কোনওরকম বিধিনিষেধ শিথিল হবে না। শুধু অত্যাবশ্যকীয় গতিবিধি বা কাজে ছাড় মিলছে। তবে বাফার বা ‘বি’ এবং ক্লিন বা ‘সি’ জোনে শর্তসাপেক্ষে বিভিন্ন গতিবিধিতে অনুমতি দেওয়া হচ্ছে। 

সেইমতো কলকাতার কয়েকটি ওয়ার্ডের পুরো এলাকায় বিভিন্ন গতিবিধিতে ছাড় মিলছে। কারণ সেই ওয়ার্ডগুলিতে কোনও  অ্যাফেক্টেড জোন নেই। আর কলকাতায় এরকম ওয়ার্ডের সংখ্যা মাত্র ২৫। সেই ওয়ার্ডগুলি হল - ২, ২৭, ৩৬, ৩৯, ৭৩, ৮৩, ৮৭, ৮৮, ৮৯, ৯৪, ৯৭, ৯৮, ১০৩, ১০৫, ১১২, ১১৩, ১১৭, ১১৮, ১২১, ১২৬, ১২৯, ১৩০, ১৩২, ১৪২ এবং ১৪৪।  

বন্ধ করুন