বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে তর্পণ! মহালয়ার সকালে অসেচতনতার চিত্র ঘাটে ঘাটে

করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে তর্পণ! মহালয়ার সকালে অসেচতনতার চিত্র ঘাটে ঘাটে

মহালয়ার সকালে ঘাটের দৃশ্য

মহালয়ার সকালে বিভিন্ন ঘাটে দেখা গেল অসেচতনতার চিত্র। করোনা বিধি না মেনেই চলল পিতৃ তর্পণ।

কেরলের পুনরাবৃত্তি যাতে বাংলায় না হয়, তার জন্য সতর্ক প্রশাসন। কেরলে ওনামের পর হুহু করে বেড়ে গিয়েছিল দৈনিক সংক্রমণ। সেই একই ঘটনা যাতে দুর্গাপুজো ঘিরে না হয়, তার জন্য আগেভাগেই লাগাম টানার ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে। এরই মাধ্যে আজ থেকে শুর হয়ে গেল দেবীপক্ষের। আর প্রথম দিন বিভিন্ন ঘাটে ফুটে উঠল অসেচতনতার চিত্র। কোনও রকম কোভিড বিধি বা দূরত্ব বিধি না মেনেই স্বাভাবিক ছন্দে চলছে তর্পণ।

মাস্কের বালাই নেই। গা ঘেষাঘেষি করে তর্পণ করছেন অসেচতন মানুষরা। এই চিত্র দেখা গেল বাবুঘাট, জাজেস ঘাট থেকে বাগবাজার ঘাট-সর্বত্র। করোনা আবহে পুরসভা তরফে গত বছরই বলা হয়েছিল অন্তত ছয় ফুট দূরত্ব মেনে যাতে তর্পণ করা হয়। মহালয়ার ভোরে ঘাটগুলিতে আম জনতার অসচেতনতার চিত্র দেখা গেল।

এদিকে হাইকোর্টের নির্দেশিকা মেনে পুজো কার্নিভাল বাতিল করেছে রাজ্য সরকার। একই সঙ্গে করোনাকালে পুজো সুষ্ঠুভাবে সম্পাদন করতে ১১ দফা নির্দেশিকা জারি করল নবান্ন। নির্দেশিকায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে, মণ্ডপে প্রবেশ এবং প্রস্থানের পথ খোলামেলা রাখতে হবে। মণ্ডপে আগত দর্শনার্থীদের অবশ্যই মাস্ক পরতে হবে। পুজো কমিটিগুলিকেও মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। মণ্ডপে ঠিক মতো সামাজিক দুরত্ব ও করোনাবিধি মানা হচ্ছে কি না, তা নজর রাখতে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করতে হবে পুজো কমিটিকে। এছাড়া বলা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুজোর উদ্বোধন এবং বিসর্জনের অনুষ্ঠানে জাঁকজমক করা যাবে না।

এদিকে পুজো কার্নিভাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। করোনা অতিমারী কারণে গত বছর ওই অনুষ্ঠান বাতিল করে রাজ্য। রাজ্যের তরফে জানা গিয়েছে, এখনও করোনা সংক্রমণ দূর হয়নি। পাশাপাশি, কলকাতা হাইকোর্ট থেকেও বলা হয়েছে মহামারি পরিস্থিতিতে ভিড় যাতে না হয় তা রাজ্যকে নিশ্চিত করতে হবে। তাই ওই সমস্ত দিক বিবেচনা করে কার্নিভাল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

সিনিয়রদের সঙ্গে বৈঠকে জুনিয়ররা, চিকিৎসক আন্দোলনে নয়া মোড় আসতে চলেছে এবার? পুজোয় বাড়িতে দই বড়া বানানোর প্ল্যান? এই নিয়মগুলি মানলে খেতে লাগবে দুর্দান্ত বাড়ি ফিরলেন রজনীকান্ত, কেমন আছেন এখন? অস্ট্রেলিয়া-দঃ আফ্রিকা বধের পর রশিদ খানের জীবনে নতুন কোচ…শুরু হল দ্বিতীয় ইনিংস… 'শেষ হয়ে যাচ্ছিলাম, মরেই যেতাম...' হঠাৎ কেন এমন বললেন দেব? ‘মানসিক সুস্থতা কামনা…’, আরজি করে নির্যাতিতার মূর্তি বসতেই কটাক্ষ তরুণজ্যোতিদের ‘T20তেও কেউ ওভাবে খেলে না, টেস্টে ভারত’…রোহিতের অধিনায়কত্বে মুগ্ধ অজি তারকা… IND W vs NZ W- আজ থেকে শুরু ভারতের T20 বিশ্বকাপ অভিযান! কোথায়-কখন দেখবেন ম্যাচ? দুধ খেতে অনীহা? জানেন এই দুধ আপনাকে বাঁচাতে পারে কোন কোন রোগের হাত থেকে ঐতিহাসিক মুহূর্ত! থাইল্যান্ড পেল সমকামী বিবাহের অনুমোদন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.