হরিদেবপুরে মহিলার রহস্য মৃত্যুর ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ তুলেছে মৃতের পরিবার। তাঁদের অভিযোগ, কাউন্সিলর সব জানার পরেও কোনও ব্যবস্থা নেননি। সোমবার হরিদেবপুরে লক্ষ্মী সাউ নামে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নতদন্তের রিপোর্ট জানা যায়, মহিলার শরীরের ভেতরে অ্যাসিড যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে। ওই মহিলা এখন নিজে অ্যাসিড খেয়েছিলেন নাকি তাঁকে জোর করে খাওয়ানো হয়েছিল সে বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
লক্ষ্মীর সঙ্গে প্রোমোটারদের বিবাদ মূলত জমি নিয়ে। লক্ষ্মীর একটি ছোট্ট জমি ছিল। সেই জমি নেওয়ার জন্যই প্রোমোটাররা তাঁকে চাপ দিচ্ছিল। মৃতের ছেলেদের দাবি, জমি খুব বেশি নয়, মাত্র দেড় কাটা। তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল বিবাদ। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে খুন অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, ৬-৭ মাস আগে তাঁরা এই বিষয় নিয়ে থানায় অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু, পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যে তাঁরা কিছু করতে পারবে না। নিজেদের মধ্যেই সমস্যা মিটমাট করতে হবে। শুধু তাই নয়, স্থানীয় কাউন্সিলর রাজীব দাসকেও তাঁরা এই বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু, কাউন্সিলর কিছুই করেননি বলে অভিযোগ।
যদিও কাউন্সিলর এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ‘সেখানে বাড়ি করতে গিয়ে আটকে দেওয়া হয়েছিল। কয়েকজন আমার কাছে গিয়ে সে কথা জানিয়েছিল। কিন্তু, পরে জানতে পারি পুরসভার নোটিশে বাড়ি আটকে দেওয়া হয়েছে। এখন পুরসভা যেখানে নোটিশ দিয়েছে সে ক্ষেত্রে তো নিয়ম মেনেই হবে। সেক্ষেত্রে আমার কিছু করার ছিল না। তবে সোমবারের বিষয়টা আমার জানা নেই।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup