বাংলাদেশে ভারতের পণ্য বয়কটের ডাকের পালটা এবার কলকাতায় নষ্ট করা হল বাংলাদেশি পণ্য। শুক্রবার কলকাতায় বাংলাদেশি সংস্থা ‘প্রাণ’এর পণ্য রাস্তায় ফেলে প্রতিবাদ জানান হিন্দু মহাসভার সদস্যরা। অন্যদের বাংলাদেশি কাপড় ও অন্যান্য সামগ্রী বয়কটের ডাক দেন তাঁরা।
বৃহস্পতিবার বাংলাদেশে বিএনপি নেতা রাহুল কবির রিজ়ভি একটি শাড়ি প্রকাশ্যে পুড়িয়ে দাবি করেন। সেটি তাঁর স্ত্রীর শাড়ি ও শাড়িটি ভারতে তৈরি। এর পর ভারতীয় পণ্য বয়কটের ডাক দেন তিনি। বলেন, একবেলা খেয়ে থাকব, তবু ভারতীয় পণ্য ব্যবহার করব না। তবে রিজ়ভির এই কর্মসূচি নিয়ে প্রশ্ন ওঠে, ভারতীয় পণ্যের এতবড় বিরোধী হলে কেন স্ত্রীকে ভারতীয় শাড়ি কিনে দিয়েছিলেন তিনি? কেন তখন বাংলাদেশের অর্থনীতির ব্যাপারটি মনে ছিল তাঁর? না কি উদ্ভূত পরিস্থিতিতে তাঁর ভারত বিরোধিতা নতুন করে মাথাচাড়া দিয়েছে?
রিজ়ভির এই আচরণের প্রতিবাদে শুক্রবার কলকাতায় বাংলাদেশি পণ্য নষ্ট করে প্রতিবাদ জানায় হিন্দু মহাসভা। সাধারণ মানুষের কাছে বাংলাদেশি পণ্য ও পোশাক বয়কটের ডাক দেয় তারা। ভারতে বাংলাদেশে তৈরি রেডিমেড পোশাকের বড় বাজার রয়েছে। এছাড়া প্রাণ-সহ কয়েকটি সংস্থা ভারতের বাজারে নানা সস্তা পণ্য বিক্রি করে। এই আন্দোলন জোর পেলে তাদের ওপর বড় ধাক্কা আসবে বলে মনে করা হচ্ছে।