বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Jadavpur Incident: গ্রুপ চ্যাটেই বিশৃঙ্খলার নীল নকশা? যাদবপুরের আগুনে জামিন পেলেন না ছাত্র উজান!

Jadavpur Incident: গ্রুপ চ্যাটেই বিশৃঙ্খলার নীল নকশা? যাদবপুরের আগুনে জামিন পেলেন না ছাত্র উজান!

গত ১ মার্চ রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মী সংগঠন 'শিক্ষাবন্ধু'র কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। (PTI)

সৌম্যদীপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। যদিও বন্ধু মহলে তিনি উজান নামেই অধিক পরিচিত। এহেন সৌম্যদীপকে ‘শিক্ষাবন্ধু’র কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করে পুলিশ। 

গত ১ মার্চ (২০২৫) কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা করার ঘটনা হোক, কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন 'শিক্ষাবন্ধু'র কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা - সবই কি আসলে পূর্ব পরিকল্পিত? এমন একটা অভিযোগ ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তোলা হচ্ছে। আর, এবার 'শিক্ষাবন্ধু'র কার্যালয়ে অগ্নিকাণ্ডের সেই ঘটনায় ধৃত ছাত্র সৌম্যদীপ মহন্তের জামিনের আবেদন বাতিল হয়ে যাওয়ায় পুলিশের সেই তত্ত্ব নিয়ে আরও আলোচনা শুরু হয়ে গেল।

উল্লেখ্য, বুধবার (১২ মার্চ, ২০২৫) রাতেই সৌম্যদীপ ওরফে শৌন্যদীপ (সমাজমাধ্যমের নাম) ওরফে উজানকে গ্রেফতার করে পুলিশ। রাত ৯টা নাগাদ ফোনে সেকথা তাঁর পরিবারকে জানানো হয়।

এরপর আজ (বৃহস্পতিবার - ১৩ মার্চ, ২০২৫) সৌম্যদীপকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক তাঁর জামিনের আবেদন বাতিল করে পাঁচদিনের জন্য তাঁকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, সৌম্যদীপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। যদিও বন্ধু মহলে তিনি উজান নামেই অধিক পরিচিত। এহেন সৌম্যদীপকে 'শিক্ষাবন্ধু'র কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করে পুলিশ। এই একই মামলায় এর আগে গ্রেফতার করা হয়েছিল সাহিল আলি নামে আরও এক (প্রাক্তন) ছাত্রকে। তাঁকে অবশ্য বুধবারই আদালত থেকে জামিন দেওয়া হয়েছে।

এদিন সৌম্যদীপের আইনজীবী আদালতকে বলেন, তাঁর মক্কেল অত্যন্ত মেধাবী ছাত্র। আগামী ২৪ তারিখ তাঁর পরীক্ষাও রয়েছে। ঘটনার মূল এফআইআর-এ তাঁর নামও ছিল না। পুলিশ তাঁকে ডেকে পাঠিয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য। অথচ, সৌম্যদীপ থানায় যাওয়ার পর তাঁকে গ্রেফতার করে নেওয়া হয়। তাই, যেকোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক। এই ঘটনায় আগেই সাহিল আলিকে যে জামিন দেওয়া হয়েছে, সেকথাও উল্লেখ করেন সৌম্যদীপের আইনজীবী।

কিন্তু, এই মামলায় অভিযোগকারী ও সরকারি আইনজীবীর বক্তব্য ছিল সৌম্যদীপের আইনজীবীর থেকে ভিন্ন। তাঁদের সওয়াল ছিল, যাদবপুরে যেমন অসংখ্য মেধাবী পড়ুয়া রয়েছেন, তেমনই কিছু পড়ুয়া শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।

ধৃত সৌম্যদীপও পুলিশকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে দাবি করা হয় মামলাকারী ও সরকারি আইনজীবীর পক্ষ থেকে। একইসঙ্গে, সংশ্লিষ্ট ঘটনার সময়কার ছবি এবং কোনও একটি হোয়াট্সঅ্যাপ গ্রুপ চ্যাটের স্ক্রিনশট আদালতে পেশ করা হয়। দাবি করা হচ্ছে, সেই গ্রুপ চ্যাট থেকেই স্পষ্ট যে ব্রাত্য বসুকে হেনস্থার ঘটনা থেকে শুরু করে শিক্ষাবন্ধুর কার্যালয়ে আগুন ধরানো পুরোটাই ছিল পূর্ব পরিকল্পিত!

আদালত সূত্রে আরও জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে মন্ত্রী এলে কী করতে হবে, পুলিশ ঢুকলে কী করতে হবে, সবই নাকি ওই গ্রুপ চ্যাটে আলোচনা করা হয়েছিল। এমনকী, সেখানে আগুন ধরানোর পরিকল্পনারও উল্লেখ ছিল বলে দাবি করা হচ্ছে।

এই প্রেক্ষাপটে ধৃত ছাত্রের সঙ্গে ওই গ্রুপ চ্যাটের আলোচনার সম্পর্ক কতটা, তিনি ওই আলোচনায় ছিলেন বা সেই বিষয়ে কিছু জানতেন কিনা - সেসব খতিয়ে দেখার জন্য তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া দরকার বলে অভিযোগকারী এবং সরকার পক্ষের আইনজীবী যুক্তি পেশ করেন। পাশাপাশি, এও বলা হয় - প্রয়োজনে পুলিশ হেফাজতে থেকেও আগামী ২৪ তারিখের পরীক্ষা দিতে পারেন সৌম্যদীপ।

বিচারক সবদিক খতিয়ে দেখার পর ওই ছাত্রের জামিনের আবেদন বাতিল করে তাঁকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাংলার মুখ খবর

Latest News

গানে গানে ছায়ানট থেকে বিদায় সনজীদা খাতুনকে,শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিড় 'ভারত-চিন সম্পর্কে ইস্যু থাকবে ভবিষ্যতেও, তবে...', অকপট জয়শংকর প্রথম দল হিসেবে ‘দ্বিতীয় বলে’র নিয়ম ব্যবহার RR-এর,তবে পরের ৯ডেলিভারিতেই জিতল KKR RAW-কে নিষিদ্ধ করার দাবি জানানো USCIRF-কে তুলোধোনা ভারতের, প্রশ্ন প্যাটার্ন নিয়ে ব্রেকআপ চর্চার মাঝেই রণবীরের চর্চিত প্রেমিকা বিচ্ছেদের কারণের ইঙ্গিত দিলেন?লিখল… নবরাত্রিতে তৈরি করুন ফলের কাস্টার্ড, সাহায্য করবে ওজন কমাতেও হাইলি সাসপিশাস! চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া বিদেশিরা IPL-র আগে সুপার ফিট Bangla entertainment news live March 27, 2025 : Sanjida Khatun: গানে গানেই ছায়ানট থেকে বিদায় সনজীদা খাতুনকে, শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশের শহীদ মিনারে উপচে পড়ল ভিড় ৬০০ কোটির দোরগোড়ায় ছাবা! গতি শ্লথ হলেও বক্স অফিসে ৪১ দিনে কত আয় করল ভিকির ছবি? পাকিস্তানে সামরিক হাসপাতালে মৃত্যু খলিস্তানি জঙ্গি নেতা মহল সিং বব্বরের

IPL 2025 News in Bangla

প্রথম দল হিসেবে ‘দ্বিতীয় বলে’র নিয়ম ব্যবহার RR-এর,তবে পরের ৯ডেলিভারিতেই জিতল KKR হাইলি সাসপিশাস! চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া বিদেশিরা IPL-র আগে সুপার ফিট RR vs KKR- ‘আজ NRR নয়, দলের জয় দরকার ছিল’ স্লো ইনিংস নিয়ে মুখ খুললেন ডি কক! IPL Points Table: RR-কে হারিয়ে ছয়ে উঠল KKR,লাস্টবয় এখন রাজস্থান,শীর্ষে রয়েছে কে? 'ইচ্ছা করে ২ ওয়াইড করে ডি'ককে ১০০ করতে দিলেন না আর্চার', খেপে লাল KKR ফ্যানরা KKR vs RR- জয়ে ফিরল নাইট রাইডার্স! বরুণ-মইনের স্পিন জাদুর পর দলকে জেতালেন ডি কক ‘কিছু ৯৭ সেঞ্চুরির থেকেও দামি’, শ্রেয়স শতরান হাতছাড়া করায় আক্ষেপ নেই প্রীতির IPL 2025র হিন্দি কমেন্ট্রি নিয়ে বিরক্ত ফ্যানরা! জবাবে ভাজ্জি বললেন, ‘খতিয়ে দেখব’ ব্যর্থ ব্যাটিং, ১৫১ রানেই শেষ RR-এর ইনিংস, তবে স্বস্তি দিচ্ছে পুরনো পরিসংখ্যান বিশককে খেলানোর সিদ্ধান্ত শ্রেয়সের… পন্টিংয়ের দাবিতে গৌতিকে ধুইয়ে দিচ্ছে নেটপাড়া

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.