বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > প্রথম দিনেই মেট্রোয় 'বোল্ড' করোনা বিধি, উধাও সামাজিক দূরত্বও

প্রথম দিনেই মেট্রোয় 'বোল্ড' করোনা বিধি, উধাও সামাজিক দূরত্বও

ভিড় মেট্রো। (ছবি সৌজন্য পিটিআই)

‌করোনা বিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে ফের চলতে শুরু করেছে মেট্রো। খাতায় কলমে সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হলেও সেই নিয়ম মেনে চলার কোনও বালাই নেই যাত্রীদের। ৬১ দিন পর মেট্রোতে ফের স্বাভাবিক পরিষেবা শুরু হয়েছে। কিন্তু সেখানে করোনা বিধি মানার কোনও বালাই নই।

দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথম দিনের মেট্রোয় যেখানে আসনে ৪ জন করে বসার কথা উল্লেখ করা হয়েছে, সেখানে ৭ জন করে বসছেন। এমন চিত্র ধরা পড়ল শেষ স্টেশন পর্যন্ত। সেক্ষেত্রে সামাজিক দূরত্ব যে মানা হচ্ছে না, একথা স্পষ্ট। যদিও দূরত্ব বিধি না মানা নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি মেট্রো কর্তৃপক্ষের। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী মেট্রো রেলের ডিজিএম প্রত্যুষ ঘোষ জানান, ‘‌১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত আমরা স্টাফ স্পেশাল ট্রেন চালাচ্ছিলাম। এখন সাধারণ যাত্রীদের জন্য মেট্রো চালু করা হল। প্রতিটি কামরায় একটি ক্রশ চিহ্ন দেওয়া হয়েছে। একটা সিট অন্তর এই ক্রশ চিহ্ন দেওয়া হয়েছে। ৬০০ জন যাত্রীর আসন নির্ধারিত করা হয়েছে। ফলে সামাজিক দূরত্ব মেনে দাঁড়িয়ে যেতে পারবেন যাত্রীরা। তবে লোকাল ট্রেন না থাকায় যাত্রীর সংখ্যা কম হবে বলে মনে করা হচ্ছে।’‌

মেট্রো কর্তৃপক্ষ যাই বলুক না কেন, বাস্তবে কিন্তু ভিন্ন চিত্রই উঠে এসেছে। ফলে ট্রেনে করে দমদম স্টেশনে মেট্রো ধরার লোকের সংখ্যা কম হবে, তা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে না। উল্লেখ্য, এখন মেট্রোর তরফে ১৯২টি ট্রেন চালানো হবে। দিনে ১ লাখ ২৫ হাজার যাত্রীর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আপাতত স্মার্ট কার্ডের মাধ্যমে যাতায়াত করা হবে।

বাংলার মুখ খবর

Latest News

CAA-র জন্য যোগ্যতা সার্টিফিকেট কীভাবে পাবেন? রিপোর্টে সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.