নোভেল করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত পানশালা, রেস্তোরাঁ, নাইটক্লাব, অ্যামিউজমেন্ট পার্ক, মিউজিয়াম, প্রদর্শনশালা এবং চিড়িয়াখানা বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন।
সংক্রমণ রুখতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শনিবার এই নির্দেশিকা জারি করেছে নবান্ন। উল্লিখিত অনাবশ্যক সামাজিক মেলামেশার জায়গাগুলি আগামিকাল রবিবার সকাল থেকে বন্ধ থাকবে বলে প্রশাসনিক সূত্রে খবর।
একই নির্দেশিকা অনুসারে রবিবার সকাল থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ম্যাসাজ পার্লার ও হুকা বার, জানিয়েছেন রাজ্য প্রশাসনের এক শীর্ষস্থানীয় আধিকারিক।
তিনি জানিয়েছেন, ‘অসুস্থ ব্যক্তিদের থেকে সুস্থদের শষরীরে যাতে করোনাভাইরাস সংক্রমণ না ঘটে, তা নিশ্চিত করতেই অনাবশ্যক সামাজিক জমায়েত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এই নির্দেশ অমান্য করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হবে বলেও জানিয়েছেন ওই আধিকারিক।
উল্লেখ্য, সম্প্রতি ব্রিটেন থেকে ফেরা তিন জনের দেহে নোভেল করোনাভাইরাস সংক্রমণের চিহ্ন পাওয়া গিয়েছে।