
করোনার টিকা পৌঁছনোর আগেই আরও কমল সংক্রমণ, সোমবার মৃত্যু ১৬ জনের
১ মিনিটে পড়ুন . Updated: 11 Jan 2021, 09:02 PM IST- এদিন নতুন সংক্রমণের ফলে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৬১,৩২১। মোট সুস্থ হয়েছেন, ৫,৪৩,৮২৬ জন।
করোনা টিকাকরণ শুরুর মুখে পশ্চিমবঙ্গে আরো নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিন রাজ্যে ৬১২ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। তার মধ্যে প্রায় ৩৩০ জনই কলকাতা ও উত্তর ২৪ পরগনার। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের। সুস্থ হয়েছে ৯৩৯ জন।
এদিন নতুন সংক্রমণের ফলে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৬১,৩২১। মোট সুস্থ হয়েছেন, ৫,৪৩,৮২৬ জন। মোট মৃত্যু বেড়ে হয়েছে ৯,৯৫১ জনের। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৮৮ শতাংশ।