
বাড়ল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা, মঙ্গলবার মৃত্যু ২ জনের
১ মিনিটে পড়ুন . Updated: 23 Feb 2021, 09:56 PM IST- নতুন সংক্রমণের ফলে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৭৪,০৯৯ জন। আর মোট সুস্থতার সংখ্যা ৫,৬০,৪৪৭ জন। মোট মৃত্যু ১০,২৫৩।
বছরের শুরু থেকেই দম হারিয়েছে করোনা। নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ। দেশ জুড়েও করোনার গ্রাফ তলানিতে। তবে বিদায়বেলায় করোনা মরণ কামড় দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন চিকিৎসকরা। মঙ্গলবার পশ্চিমবঙ্গে করোনার ছবি সেই আশঙ্কা কিছুটা গভীর করল। এদিন ফের কিছুটা বাড়ল সংক্রমণ।
মঙ্গলবার পশ্চিমবঙ্গে ১৮৯ জন নতুন করোনা রোগীর খোঁজ মিলেছে। শতাংশের নিরিখে যা সোমবারের থেকে অনেকটা বেশি। সোমবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ১৪৮ জন। তবে মৃত্যুর সংখ্যা বাড়েনি এদিন। মঙ্গলবার রাজ্যে মৃত্যু হয়েছ ২ জনের। সুস্থ হয়েছে ২২৮ জন। যার ফলে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা আরও কমেছে।
নতুন সংক্রমণের ফলে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৭৪,০৯৯ জন। আর মোট সুস্থতার সংখ্যা ৫,৬০,৪৪৭ জন। মোট মৃত্যু ১০,২৫৩। সুস্থতার হার ৯৭.৬২ শতাংশ। করোনা অ্যাক্টিভের সংখ্যা কমে হয়েছে ৩,৩৯৯ জন।
এদিন আক্রান্তদের মধ্যে ৬৩ জন কলকাতার ও ৫৯ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। মৃতরা কালিম্পং ও পুরুলিয়ার বাসিন্দা।