
গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও করোনার টিকাকরণ চলছে নির্বিঘ্নে
১ মিনিটে পড়ুন . Updated: 16 Jan 2021, 01:29 PM IST- কলকাতাতেও ১৯টি সরকারি ও বেসরকারি কেন্দ্রে চলছে টিকাকরণ। টিকাকরণের প্রক্রিয়ার ওপর কড়া নজর রেখেছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা
গোটা দেশের সঙ্গে শনিবার পশ্চিমবঙ্গেও শুরু হল করোনার টিকাকরণ। রাজ্যের সমস্ত জেলায় ও কলকাতায় ২১২টি কেন্দ্রে একসঙ্গে চলছে টিকাকরণ। এদিন সকাল ১০.৩০ মিনিটে টিকাকরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর গোটা দেশে শুরু হয়ে যায় টিকাকরণ।
কেন্দ্রের নির্দেশ অনুসারে প্রথম দফায় করোনা যোদ্ধাদের দেওয়া হচ্ছে টিকা। সমস্ত নিয়ম মেনে নাম নথিভুক্ত টিকা দেওয়া হচ্ছে প্রত্যেককে। টিকা গ্রহণের পর কিছুক্ষণ পর্যবেক্ষণে থাকছেন গ্রহীতারা। এর পর তাঁদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
কলকাতাতেও ১৯টি সরকারি ও বেসরকারি কেন্দ্রে চলছে টিকাকরণ। টিকাকরণের প্রক্রিয়ার ওপর কড়া নজর রেখেছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। টিকাকরণ চলছে কলকাতা পুরসভার বরো অফিসেও।
কেন্দ্রের ঘোষণা অনুসারে সপ্তাহে ৪ দিন চলবে টিকাকরণ। প্রতিদিন ১০০ জনকে টিকা দেওয়া হবে। চিকিৎসকরা জানিয়েছেন, আধুনিক বিজ্ঞানের বরদান এই টিকা সম্পূর্ণ নিরাপদ।