বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dev in Nizam Palace: তলবে সাড়া দেবের, গরুপাচার কাণ্ডে CBI-এর প্রশ্নের জবাব দিতে নিজাম প্যালেসে সাংসদ

Dev in Nizam Palace: তলবে সাড়া দেবের, গরুপাচার কাণ্ডে CBI-এর প্রশ্নের জবাব দিতে নিজাম প্যালেসে সাংসদ

নিজাম প্যালেসে সাংসদ দেব

দাবি করা হচ্ছে, কয়েক বছর আগে নাকি কিছু উপহার দিয়েছিলেন এনামুল। এই আবহে সিবিআই তলব করল অভিনেতা সাংসদকে।

সিবিআই অফিসে হাজির অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। এদিন সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ তিনি নিজাম প্যালেসে সিবিআই অফিসে পৌঁছান। এর আগে ৯ ফেব্রুয়ারি গরুপাচার মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ দেবকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। সূত্রের দাবি, এনামুল হকের সঙ্গে নাকি দেবের কয়েকটি যোগসূত্র পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতেই তারকাকে তলব সিবিআইয়ের।

সিবিআইয়ের নোটিশে অবশ্য তলবের কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি দেবকে। সূত্রের খবর, গরুপাচার মামলায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় তৃণমূল সাংসদ তথা অভিনেতার নাম উঠে এসেছে। জানা গিয়েছে, কয়েক বছর আগে নাকি কিছু উপহার দিয়েছিলেন এনামুল।

মনে করা হচ্ছে, এনামুলের থেকে দেবের উপহার নেওয়ার বিষটির সত্যতা যাচাই করবে সিবিআই। পাশাপাশি এনামুলের সঙ্কে কোনও আর্থিক লেনদেনে দেব জড়িত ছিলেন কিনা, তাও জানতে চাওয়া হবে তদন্তকারীদের তরফে। এদিকে ৯ ফেব্রুয়ারি পাঠানো নোটিসে সিবিআইয়ের তরফে দেবকে ডাকা হয়েছিল সাক্ষী হিসেবে।

এদিকে দেবের পাশাপাশি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও একাধিকবার তলব করেছে সিবিআই। তলব এড়াতে আদালতের দ্বরস্থ হলেও রেহাই পাননি অনুব্রত। বিজেপির তরফে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, গরুপাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হক আদলে অনুব্রতর বন্ধু। এনামুলের সঙ্গে অনুব্রত মণ্ডলের ব্যবসা ছিল বলেও অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক।

বন্ধ করুন