বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আরজিকরে তরুণী চিকিৎসক খুনে ‘সর্বোচ্চ শাস্তি’ চান সিপি, কীসের সূত্রে গ্রেফতার সঞ্জয়?

আরজিকরে তরুণী চিকিৎসক খুনে ‘সর্বোচ্চ শাস্তি’ চান সিপি, কীসের সূত্রে গ্রেফতার সঞ্জয়?

মমতা বন্দ্যোপাধ্য়ায় ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। (Photo by Samir Jana/ Hindustan Times) (Hindustan Times)

কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল অবশ্য ধৃতের পেশার বিষয়টি বার বার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। সিপি জানিয়েছেন পরিবার অন্য় কোনও এজেন্সি দিয়ে তদন্ত করাতে চাইলে তাতেও আপত্তি নেই।

আরজি কর হাসপাতালের ঘটনা ফের প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাল গোটা বাংলায় নারীদের নিরাপত্তা। অন ডিউটি অবস্থায় ধর্ষণ করে খুন করা হয়েছে এক তরুণী চিকিৎসককে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন সূত্র থেকে খবর মিলেছে ওই যুবক কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত। তবে কি এবার যে পুলিশের উপর ভরসা রাখেন সাধারণ মানুষ সেই সিভিক ভলান্টিয়ারই শেষ করে দিল এক মহিলা চিকিৎসককে? 

তবে কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল অবশ্য ধৃতের পেশার বিষয়টি বার বার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। সিপি জানিয়েছেন পরিবার অন্য় কোনও এজেন্সি দিয়ে তদন্ত করাতে চাইলে তাতেও আপত্তি নেই। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও জানিয়ে দিয়েছেন (সিবিআই তদন্ত করাতে চাইলে) আমাদের কোনও আপত্তি নেই। 

পুলিশ কমিশনার জানিয়েছেন, ধর্ষণ ও খুনের মামলা শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, এই ঘটনায় আমরা চিন্তিত, উদ্বিগ্ন, ক্ষুব্ধ। যদি ওদের( পরিবার) কোনও দাবি থাকে পরিবার চাইলে তারা অন্য কোনও এজেন্সি দিয়ে তদন্ত করাতে পারে। আমাদের তরফে কোনও আপত্তি নেই। দোষী সর্বোচ্চ অপরাধী। আমরা দেখব যাতে সর্বোচ্চ শাস্তি হয়। 

সিপিকে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয়েছিল অভিযুক্ত কলকাতা পুলিশের আওতাধীন একজন সিভিক ভলান্টিয়ার। এই প্রশ্নের উত্তর সরাসরি তিনি দিতে চাননি। তিনি জানিয়ে দিয়েছেন, আমাদের চোখে সে একজন অপরাধী। ঘৃণ্য অপরাধে অভিযুক্ত। সর্বোচ্চ শাস্তি হবে। 

কিন্তু ওই ব্যক্তি কি সেই রাতে আরজিকরে ডিউটি ছিলেন? ঘটনার রাতে সঞ্জয় রায়  কেন সেমিনার হলে গিয়েছিল? সেই প্রশ্নের উত্তর মেলেনি। তবে সূত্রের খবর, আরজিকরে অবাধ যাতায়াত ছিল সঞ্জয়। এমনকী কলকাতা পুলিশে চাকরি করে এই দাবি করে এলাকায় রীতিমতো দাপটও দেখাত তারা। 

কীভাবে চিহ্নিত করা হল সঞ্জয়কে? 

সূত্রের খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছিল সঞ্জয়কে। ওই রাতে করিডরে কয়েকজনের গতিবিধি দেখা যায়। এরপর সিসি ক্য়ামেরায় দেখা গিয়েছিল সঞ্জয় নামে ওই যুবক সেমিনার হলে প্রবেশ করেছে। কিন্তু ভেতরে প্রবেশ করার সময় তার হেডফোনের ব্লুটুথ ছিল। কিন্তু আধ ঘণ্টা পরে সে বেরিয়ে আসে। তখন দেখা যায় তার হেডফোন ছিল না সঙ্গে। সেই হেডফোনের সূত্র ধরে ওই সঞ্জয়কে গ্রেফতার করা হয়। তার সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন খোদ মুখ্য়মন্ত্রী।  

বাংলার মুখ খবর

Latest News

ধর্ষণ নাকি গণধর্ষণ? RG কর কাণ্ড নিয়ে আদালতে মুখ খুলল CBI, ‘যা প্রমাণ মিলেছে…’ বিচারপতির 'কন্ট্রাকচুয়াল কর্মী' কথার সঙ্গে সঞ্জয় রায়কে জুড়ে কী ইঙ্গিত দেবাংশুর? টালা থানার ওসিকে সিবিআইয়ের গ্রেফতার কি ত্রুটিপূর্ণ? কলকাতা পুলিশের অন্দরে চর্চা আদরের বুঁচকি আর নেই, মন খারাপ করে কী লিখলেন ঋতাভরী? ৯ বছর একসঙ্গে পথ চলার ইতি, চক্রবর্তী বাড়িতে শোকের আবহ, মন খারাপের পোস্ট ঋতাভরী জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থল যেন অন্নপূর্ণার ভাণ্ডার, এত খাবার পাঠাচ্ছেন কারা? ‘সমাজ কী বলবে’! বিয়ে না করে ২ সন্তানের বাবা, চারপাশের মানুষকে নিয়ে কী বললেন করণ সূর্যর দিকে শনির তির্যক দৃষ্টি, তৈরি হয়েছে ষড়ষ্টক যোগ, ৫ রাশি হবে ঝড়ের সন্মুখীন তাঁবুতে বসেই চিকিৎসা করছেন সিনিয়র, লড়াইয়ের পাঠশালায় রোগীর পাশে জুনিয়ররাও বিচ্ছেদের গুঞ্জন, তার মাঝেই SIIMA 2024- এ ঐশ্বর্যের জয়ের পর কী লিখলেন অমিতাভ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.