বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌যশবন্ত নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না’‌, আলিমুদ্দিনকে নির্দেশ কেন্দ্রীয় কমিটির

‘‌যশবন্ত নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না’‌, আলিমুদ্দিনকে নির্দেশ কেন্দ্রীয় কমিটির

সিপিএম।

গত ১৬ জুন অবিজেপি দলগুলিকে নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিল দুই বামপন্থী দল সিপিআইএম এবং সিপিআই। মমতাকে চিঠি দিয়ে বৈঠকে থাকার কথা আগাম জানান সীতারাম ইয়েচুরি। আর এতেই ক্ষেপে গিয়েছে আলিমুদ্দিন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী ঐক্যের প্রার্থী যশবন্ত সিনহা। সেখানে সিপিআইএম এই প্রার্থীকে সমর্থন করেছে। কিন্তু বঙ্গ–সিপিআইএম নেতারা কানাঘুষো মন্তব্য করতে শুরু করেছেন। এমনকী সিপিআইএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যও সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। আর তারপরেই মুখে কুলপ দিতে নির্দেশ দিল সিপিআইএম কেন্দ্রীয় নেতৃত্ব। সরাসরি একে গোপালন ভবন থেকে আলিমুদ্দিনকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ঠিক কী নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব?‌ একে গোপালন ভবন থেকে পাঠানো নির্দেশে বলা হয়েছে, ‘‌সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে নয়াদিল্লি থেকে গেরুয়া পতাকা মুছে দেওয়ার টার্গেট নিয়ে যেহেতু সব বিরোধী দলগুলি ঐকমত্যে পৌঁছেছে, তখন যেন পার্টির পশ্চিমবঙ্গ শাখা রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে ভিন্ন পথে না হাঁটে। নির্দল প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন করছে পার্টি। তবু প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা যশবন্তের বিরুদ্ধে কিছু বিরূপ মন্তব্য করা যাবে না।’‌ কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই বিষযে সংবাদমাধ্যমে বলেন, ‘‌বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত। আমাদের কোনও মন্তব্য করা উচিত নয়।’‌

ঠিক কী বলেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য?‌ রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে ভিন্ন মত সংবাদমাধ্যমে পোষণ করেছেন তিনি। সিপিআইএমের এই রাজ্যসভার সাংসদ বলেন, ‘‌পার্টি বিরোধী ঐক্যের প্রার্থী চেয়েছিল। কিন্তু প্রার্থী নির্বাচন ঠিক হয়নি। জাতীয়স্তরে বিরোধী ঐক্যের প্রশ্নে একটা অবস্থান নিতেই হতো। কিন্তু প্রার্থী বাছাইটা ঠিক হয়নি। আপাতত এটুকু বলতে পারি।’‌

কেন এই পরিস্থিতি দেখা দিয়েছে?‌ সূত্রের খবর, গত ১৬ জুন অবিজেপি দলগুলিকে নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিল দুই বামপন্থী দল সিপিআইএম এবং সিপিআই। মমতাকে চিঠি দিয়ে বৈঠকে থাকার কথা আগাম জানান সীতারাম ইয়েচুরি। আর এতেই ক্ষেপে গিয়েছে আলিমুদ্দিন। সিদ্ধান্ত নেওয়ার আগে পশ্চিমবঙ্গের নেতাদের সঙ্গে কথা না বলায় সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন আলিমুদ্দিনের কর্তারা। তাই এই ফাটল দেখা দিয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.