বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দশ দিন পর, অবশেষে জামিন পেলেন মীনাক্ষীরা

দশ দিন পর, অবশেষে জামিন পেলেন মীনাক্ষীরা

আনিস খান হত্যায় নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলনে মীনাক্ষী।

এদিন মীনাক্ষীদের হয়ে সওয়াল করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, সব্যসাচী চট্টোপাধ্যায়রা। যার জেরে ১০ দিনের মাথায় জামিন মঞ্জুর করে হাওড়া ম্যাজিস্ট্রেট আদালত।

জামিন পেলেন বাম আন্দোনের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়সহ ১৬ জন বাম নেতা-কর্মী। আনিস খানের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের দফতর অভিযানের সময় তাদের গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার তাদের জামিন দিয়েছে হাওড়া জেলা আদালত।

এদিন মীনাক্ষীদের হয়ে সওয়াল করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, সব্যসাচী চট্টোপাধ্যায়রা। যার জেরে ১০ দিনের মাথায় জামিন মঞ্জুর করে হাওড়া ম্যাজিস্ট্রেট আদালত। এদিন ফেসবুকে মীনাক্ষীদের জামিনের খবর জানান DYFI-এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা।

বলে রাখি, মীনাক্ষীর বিরুদ্ধে পুলিশকে বোমা ছোড়াসহ অন্তত ১ ডজন ধারায় মামলা দিয়েছে পুলিশ। তার মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য। গত ২৬ ফেব্রুয়ারি থেকে হাওড়া জেলে বন্দি ছিলেন মীনাক্ষী। তাঁদের জামিনের দাবিতে রবিবার মুখ খোলেন আনিসের বাবা সালেম খান। সোমবার জামিন পেলেন মীনাক্ষীরা।

 

বন্ধ করুন