মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন মালদারই তৃণমূলের দাপুটে নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। এবার এনিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।টিভি ৯ বাংলার সাক্ষাৎকারে গোটা বিষয়টি সামনে এসেছে।
শতরূপ বলেন, পঞ্চায়েতের সময় আমাদের যখন এত লোক মরে তখন মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় গলার শিরা ফুলিয়ে ভাষণ দেন, তোমাদের একার শুধু লোক মরেছে। আমাদের কত লোক মরেছে দেখো। আপনার যে লোকগুলো মরে তারা কাদের হাতে মরে। একটা দলের সহ সভাপতি খুন হচ্ছে। গ্রেফতার হচ্ছেন সভাপতি। একটা মুহূর্ত রয়েছে এই দলটার ক্ষমতায় থাকার। ওখানকার বড় বড় এমএলএ এমপির নাম জানতে পারব কিনা। কিন্তু ঘটনাটা হচ্ছে কদিন আগে কলকাতায় তৃণমূলের সুশান্ত ঘোষকে খুন করতে এসেছিল। গুলিও চালানোর চেষ্টা হয়েছিল। লক হয়ে গিয়েছিল তাই। না হলে সুশান্ত ঘোষেরও ওখানে মা মাটি মানুষ হয়ে যাচ্ছিল। কারা করেছে সেটা জানতে পারলাম না। বিহার থেকে সুপারি কিলার এসেছে বলে দুটো চ্যাংড়া ছেলেকে ধরল। কিন্তু কারা মারতে পাঠিয়েছিল সুপারি কিলারকে কে খাইয়েছিল সেটা জানতে পারলাম না।
সিউড়ি উৎসবে নাম নেই কাজল শেখের, কী বলবেন?
সিউড়ি উৎসব তো হচ্ছে সিউড়ি পুরসভার টাকায়। সিউড়ি পুরসভার অনুষ্ঠান। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি রয়েছে। সে কোন হরিদাস। অনুব্রত মণ্ডলের ছবি কেন? তারা কোন রবীন্দ্রনাথ ঠাকুর! যে মানুষ অন্য় দলকে ভোট দেন সেই ফান্ডে তাদের টাকা নেই কেন? আমাদের সময় বিমান বসু, অনিল বিশ্বাসের ছবি থাকত সরকারি অনুষ্ঠানে!
পাগলু গেয়ে ভুল করেছিলেন দেব, ক্ষমা চেয়েছেন কী বলবেন?
পাগলু গেয়ে ক্ষমা চাইলেন দেব, কিন্তু সেই গানে পা নাচানোর জন্য ক্ষমা চাইলেন না মমতা। ভালো ছেলে ও। ওকে দেখে মমতার শেখা উচিত।
শতরূপ বলেন, গোটা তৃণমূলের জন্মই হয়েছে মধুর জন্য। ও মধু ও মধু আই লাভ ইউ। আসলে টাকা আমার মধু, আমি মধুকে ভালোবাসি।
মুখ্য়মন্ত্রী বলছেন এখনও আমি জন্মাইনি। জন্মাব সেদিন যেদিন আমি পৃথিবী থেকে বিদায় নেব, কী বলবেন?
বিভিন্ন সময়ে বিভিন্ন মুখ্য়মন্ত্রীর নাম ইতিহাস বইতে স্থান পায়। কিন্তু মমতার নাম যা বলছেন এগুলো বললে আগামী দিনে তার নাম ভূতের গল্পের বইতে স্থান পাবে। ( হেসে ফেলেন শতরূপ)। না জন্মেই এত জ্বালাচ্ছেন জন্মালে কী করবেন!
শতরূপ বলেন, মুখ্য়মন্ত্রীর কোনও কাজ হতে পারে না নিজেকে কচি খুকি, কচি খোকা প্রমাণিত করার। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীরও সমালোচনা করেন তিনি। এটা কী সুস্থ রাজনীতি হচ্ছে?
শতরূপ বলেন, আপনাদের কত সম্পত্তি হয়েছে তার হিসাব দিন। বয়সের হিসাব দিয়ে কী হবে?