বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ভবানীপুরে ধুন্ধুমার কাণ্ড, প্রচারে গিয়ে পুলিশের সঙ্গে বচসা–ধস্তাধস্তি সুজনের

ভবানীপুরে ধুন্ধুমার কাণ্ড, প্রচারে গিয়ে পুলিশের সঙ্গে বচসা–ধস্তাধস্তি সুজনের

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি–তর্কাতর্কি করছেন সুজন চক্রবর্তী।

পুলিশের সঙ্গে তর্কাতর্কি থেকে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন তাঁরা। পরিস্থিতি একেবারে ধুন্ধুমার হয়ে ওঠে। উপনির্বাচনকে ঘিরে এমন অবস্থা হবে ভাবতে পারেননি অনেকে।

রবিবারের সকালটাকে বেছে নিয়েছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। সেখানে প্রচারে গিয়েছেন প্রার্থী–সহ সিপিআইএম নেতারা। কিন্তু তাঁরা বিজেপির পথকেই বেছে নিয়ে গোলমাল করতে শুরু করলেন সিপিআইএম নেতারা। পুলিশের সঙ্গে তর্কাতর্কি থেকে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন তাঁরা। পরিস্থিতি একেবারে ধুন্ধুমার হয়ে ওঠে। উপনির্বাচনকে ঘিরে এমন অবস্থা হবে ভাবতে পারেননি অনেকে।

সিপিআইএমের অভিযোগ, আজ শ্রীজীব বিশ্বাসের প্রচারে সিপিআইএম কর্মী–সমর্থকদের বাধা দিয়েছে পুলিশ। এমনকী সুজন চক্রবর্তীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। তখনই সপ্তমে ওঠে দু’পক্ষের তর্কাতর্কি। সেটা ধস্তাধস্তিতে গড়ায়। পুলিশের পাল্টা অভিযোগ, কোভিড–বিধি লঙ্ঘন করে প্রচার করছিলেন সিপিআইএম নেতা–কর্মীরা। তাই প্রচারে বাধা দেওয়া হয়েছে।

ভবানীপুর উপনির্বাচনে বিজেপি বারবার দাবি করে এসেছে পুলিশ তাদের প্রচারে বাধা দিচ্ছে। এমনকী তা নিয়ে নির্বাচন কমিশনের দফতরে নালিশ ঠুকেছে তারা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছে প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল থেকে শুরু করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। এবার একই পথে হাঁটলেন সুজন চক্রবর্তী থেকে প্রার্থী শ্রীজীব বিশ্বাস। এখানে ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন।

এদিন দেখা যায় অনেকেই মাস্ক না পরে প্রচারে বেরিয়েছেন। সেটা দেখে পুলিশ মাস্ক পরার পরামর্শ দেয়। তারপর এত মানুষ নিয়ে প্রচার, কোভিড–বিধি লঙ্ঘন হচ্ছে বলেও পুলিশ এগোতে দেয় না তাঁদের বলে দাবি পুলিশের। তখনই তর্কাতর্কি শুরু হয়। ওই অবস্থায় প্রচার করতে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকতে যান তাঁরা। অভিযোগ, তাতে বাধা দেয় পুলিশ। আর বাধা পেয়েই সিপিআইএম কর্মী–সমর্থকরা মেজাজ হারান। আর ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। তাতে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সুজন চক্রবর্তীর।

এই বিষয়ে সুজন চক্রবর্তীর অভিযোগ, ‘‌অনুমতি থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সিপিআইএম কর্মী–সমর্থকদের ভোটপ্রচার করতে বাধা দেওয়া হয়।’‌ পাল্টা এই ঘটনায় ফিরহাদ হাকিম বলেন, ‘‌প্রচারের আলোয় আশার জন্যই সুজন চক্রবর্তী ভোটপ্রচারে বাধার অভিযোগ তুলছেন।’‌ তবে এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা তৈরি হয়।

বাংলার মুখ খবর

Latest News

হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.