প্রয়াত সিপিআইএমএল রেড স্টার নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী। করোনা পরবর্তী শারীরিক জটিলতায় রবিবার কলকাতার SSKM হাসপাতালে মৃত্যু হয় তাঁর। শর্মিষ্ঠার প্রয়াণে পত্নিবিয়োগ হল রেডস্টার নেতা অলীক চট্টোপাধ্যায়ের। ভাঙড়ে কৃষিজমি আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তাঁকে কারারুদ্ধ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পরে মুক্তি পান। বয়স হয়েছিল ৪৭ বছর।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের মেধাবী ছাত্রী শর্মিষ্ঠা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এর পর একটি ইংরাজি দৈনিকে কিছুদিন সাংবাদিকতা করেন তিনি। ছাত্রাবস্থা থেকেই অতিবাম মনোভাবাপন্ন শর্মিষ্ঠা চাকরি ছেড়ে যোগ দেন গণআন্দোলনে। পশ্চিমবঙ্গে সিপিআইএমএল রেড স্টার মূলত গড়ে ওঠে তাঁদের হাত ধরেই। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি।
ভাঙড় আন্দোলনকে বাগে আনতে শর্মিষ্ঠাকে গ্রেফতার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বেশ কিছুদিন জেলবন্দি থাকার পর মুক্তি পান তিনি। আন্দোলনের অন্যতম মুখ ছিলেন শর্মিষ্ঠা ও তাঁর স্বামী অলীক।
অন্ত্রের সংক্রমণে আক্রান্ত ছিলেন শর্মিষ্ঠা। তার ওপর মাস খানেক আগে করোনা আক্রান্ত হন এই বামপন্থী নেত্রী। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সংক্রমণ কাটিয়ে বাড়ি ফিরলেও নতুন নতুন উপসর্গ দেখা দিতে শুরু করে তাঁর। শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সেখানেই মৃত্যু হয় শর্মিষ্ঠার। সোমবার তাঁর দেহদান হবে কলকাতার কোনও মেডিক্যাল কলেজ হাসপাতালে।