প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মরণে তৈরি হচ্ছে ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার’। সেই সেন্টার তৈরির জন্য সাধারণ মানুষের কাছে চাঁদা তোলার কাজ তো চলছেই, সেইসঙ্গে অনলাইনেও অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে সিপিআইএম রাজ্য নেতৃত্ব।
জানা গিয়েছে, ২০১০ সালে জ্যোতি বসুর স্মৃতিতে একটি ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত নেয় সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ২০ হাজার বর্গমিটার জুড়ে একটি গবেষণাকেন্দ্র তৈরির পরিকল্পনা করা হয়। কিন্তু জমি নিয়ে জটিলতা দেখা দেওয়ায় এই নির্মাণকাজ আটকে ছিল। শেষ পর্যন্ত জ্যোতি বসুর স্মৃতিতে তৈরি এই গবেষণাকেন্দ্রের জমিতে প্রাচীর তৈরির কাজ শুরু হয়েছে। তবে দলের তরফে জানানো হয়েছে, যেহেতু দিনের পর দিন খরচ বাড়ছে। তাই ভবন তৈরির জন্য তহবিলে টাকা দেওয়া প্রয়োজন। তাই দলের তরফে সিদ্ধান্ত হয়েছে, শুধুমাত্র রাস্তায় ঘুরে ঘুরে চাঁদা তোলাই নয়, কেউ যদি অনলাইনে টাকা পাঠাতে চান, সেই টাকা পাঠাতে পারেন। পাশাপাশি আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য সদর দফতরের ঠিকানায় চেকও পাঠাতে পারেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামাঙ্কিত এই গবেষণাকেন্দ্রে একদিকে যেমন জ্যোতি বসু সংগ্রহশালা তৈরি হবে, তেমনি সেমিনার হল, কনভেনশন সেন্টার, মুক্ত মঞ্চ, গ্রেক্ষাগৃহ তৈরি হবে। এই গবেষণাকেন্দ্রে প্রযুক্তি চর্চা, স্বাস্থ্য, পরিবেশ বিষয়ক চর্চাকে গুরুত্ব দেওয়া হবে।