অভব্যতা ও শ্লীলতাহানির পাশাপাশি দীর্ঘদিন নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করা এবং জোর করে ভিডিয়ো তুলে রেখে ব্ল্যাকমেলও করেছিল সিপিএম নেতা সোমনাথ ঝাঁ বলে অভিযোগ। অথচ এই সোমনাথ ঝাঁই আরজি কর হাসপাতালের ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছিল বলে অভিযোগ। এবার গোটা বিষয়টি সামনে চলে আসায় চরম অস্বস্তির মধ্যে পড়ে ৯৮ নম্বর ওয়ার্ডের যুব সিপিএম নেতাকে বহিষ্কার করল দল। নারী নিগ্রহের জোড়া অভিযোগ ছিল সোমনাথ ঝাঁয়ের বিরুদ্ধে। কলকাতার ৯৮ নম্বর ওয়ার্ডের এই তরুণ সিপিএম নেতাকে তাই দল থেকে বহিষ্কার করল সিপিএম। দলের টালিগঞ্জ–২ এরিয়া কমিটি বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল। এবার সেই সিদ্ধান্তে সিলমোহর দিল সিপিএমের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলী। এমনকী সেই সিদ্ধান্ত অনুমোদনের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এরিয়া কমিটিকে।
সামনে উপনির্বাচন রয়েছে ৬টি বিধানসভা কেন্দ্রে। তার আগে এমন ঘটনা প্রকাশ্যে আসায় এই ৬টি কেন্দ্রে ভাল প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এই কথা তৃণমূল কংগ্রেস প্রচারের আলোয় নিয়ে আসবে। সেক্ষেত্রে নারী নির্যাতন নিয়ে যে আন্দোলন করার কথা সিপিএম নেতারা বলে চলেছেন তাঁদের সে যুক্তি বাস্তবে খাটবে না। এই তরুণ সিপিএম নেতা অগস্ট–সেপ্টেম্বর মাসে আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে প্রতিবাদে দলের হয়ে পথে নেমেছিলেন। পথসভায় বক্তব্যও রাখেন। সিপিএম সূত্রে খবর, দলেরই দুই তরুণী সদস্যকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল ওই সোমনাথ ঝাঁর বিরুদ্ধে। এরিয়া কমিটিকে এবং জেলা সিপিএমে ওই দু’জন নির্যাতিতা চিঠি দেন।
আরও পড়ুন: ‘কমলা দেবীর অবস্থা বঙ্গ–বিজেপির মতো’, উপনির্বাচনের প্রাক্কালে দলকে খোঁচা অনুপমের
এই চিঠি পেয়ে গত সপ্তাহে টালিগঞ্জ এরিয়া কমিটি বৈঠকে বসে। সেখানে অধিকাংশের মত ছিল সোমনাথকে বহিষ্কার করতে হবে। সিপিএম সূত্রে খবর, ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কলোল্ল মজুমদার। তিনি স্পষ্ট জানান, কোনও কমিশনের প্রক্রিয়ায় গেলে চলবে না। কারণ সম্মেলন প্রক্রিয়া এখন চলছে। তাই শোকজ করে সোমনাথের থেকে জবাব নিয়ে তিনদিনের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেন। সোমবার জবাবি চিঠি মেলে। আর তা নিয়ে বৈঠকে বসে সিপিএমের টালিগঞ্জ–২ এরিয়া কমিটি। সেখানে সকলেই বহিষ্কারের পক্ষে মত দেন। এরিয়া কমিটির এই মনোভাবে সিলমোহর দেয় জেলা সম্পাদকমণ্ডলী।
এই তরুণ নেতা সোমনাথ ঝাঁর বিরুদ্ধে আগেও বহু অভিযোগ উঠেছে। কয়েক বছর আগে এক যুবনেত্রীকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠেছিল সোমনাথের বিরুদ্ধে। তারপর এবার দু’জন দলের নেত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এছাড়া বেশ কয়েকজন দলের মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেওয়া থেকে শুরু করে শারীরিক সম্পর্ক গড়ে তোলা সবকিছু করার অভিযোগ রয়েছে সোমনাথের বিরুদ্ধে। আবার ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল করার অভিযোগও রয়েছে। সম্প্রতি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধেও মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে।