বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > CPM Sahojpath: পুজোর মরশুমে বর্ণপরিচয়ের মধ্য দিয়ে ‘লড়াইয়ের সহজপাঠ’ সিপিএমের, বিতর্ক

CPM Sahojpath: পুজোর মরশুমে বর্ণপরিচয়ের মধ্য দিয়ে ‘লড়াইয়ের সহজপাঠ’ সিপিএমের, বিতর্ক

সিপিএমের লড়াইয়ের সহজপাঠ।

মহম্মদ সেলিম নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘লড়াইয়ের সহজ পাঠ। উৎসবের মরশুমে দিন বদলের বর্ণপরিচয়।’ সিপিএমের এই সহজ পাঠের লেখা রয়েছে, ‘মুঠো হাত এ ঐ চাকরিটা আনবোই, চ ছ জ ঝ দলে দলে কাজ চেয়ে লড়ে চলে, য র ল ব ঘরে বসে প্রতিজ্ঞা প্রস্তুতি করে।’

দুর্গাপুজোয় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখল সিপিএম। এবছর একেবারে নতুন করে সহজপাঠ শেখাচ্ছে সিপিএম। যার নাম দেওয়া হয়েছে ‘লড়াইয়ের সহজ পাঠ।’ রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠে যেখানে লেখা রয়েছে ‘‌ছোট খোকা বলে অ–আ, শেখেনি সে কথা কওয়া’‌ সিপিএমের লড়াইয়ের সহজপাঠে তা লেখা রয়েছে ‘‌ছোট খোকা বলে অ–আ, হক কথা সোচ্চারে কওয়া।’‌ পুজোর মরশুমে এভাবেই একেবারে নতুন করে সহজ পাঠ শেখাচ্ছে সিপিএম। নিজের ফেসবুকে সেই সহজ পাঠের ছবি পোস্ট করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

বিজেমূল তত্ত্ব ফেসবুকে তুলে ধরলেন মহম্মদ সেলিম, অনুব্রতর ভাইপো কি বিজেপি করেন?

মহম্মদ সেলিম নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘লড়াইয়ের সহজ পাঠ। উৎসবের মরশুমে দিন বদলের বর্ণপরিচয়।’ সিপিএমের এই সহজ পাঠের লেখা রয়েছে, ‘মুঠো হাত এ ঐ চাকরিটা আনবোই, চ ছ জ ঝ দলে দলে কাজ চেয়ে লড়ে চলে, য র ল ব ঘরে বসে প্রতিজ্ঞা প্রস্তুতি করে।’ আর ‘ম’তে লেখা রয়েছে, ‘ম চালায় ডাকাত দল, রাজ্যজুড়ে কলরোল।’ উল্লেখযোগ্যভাবে ‘ম’তে ছবি রয়েছে এক মহিলার। রাজনৈতিক মহলের মতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে কথা বলতে চেয়েছে সিপিএম।

এর আগেও একাধিবার রাজনৈতিক গান, শ্লোগান তৈরি করে বিভিন্ন মহল থেকে প্রশংসা পেয়েছে সিপিএম। তবে এবার সহজপাঠকে এরকমভাবে উপস্থাপিত করায় বিতর্কে জড়িয়েছে সিপিএম। দলের নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘আমরা সব সময় মানুষের সঙ্গে জনসংযোগ রেখে চলি। এটা জনসংযোগের জন্য করা হয়েছে। পুজোর সময় আলাদাভাবে কিছু করা হয়নি। দলের অল্প বয়সি ছেলে মেয়েরাই এসব করেছে।’

বন্ধ করুন