বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > CPM: তৃণমূল নেতাদের দুর্নীতি ফাঁস করতে সিপিএমের কর্মসূচি ‘পাহারায় পাবলিক’

CPM: তৃণমূল নেতাদের দুর্নীতি ফাঁস করতে সিপিএমের কর্মসূচি ‘পাহারায় পাবলিক’

দুর্নীতিগ্রস্ত নেতাদের তথ্য প্রকাশ করবে সিপিএমের ‘পাহারায় পাবলিক’। প্রতীকী ছবি। 

সিপিএম বাম নেতাদের দাবি, বহু মানুষ আলিমুদ্দিনের কাছে তৃণমূল নেতাদের দুর্নীতি নিয়ে বহু তথ্য পাঠিয়েছে। তার মধ্যে কিছু তথ্য প্রথম ভাগে প্রকাশ করা হল। পরবর্তীতে আরও তৃণমূল নেতার দুর্নীতির বিষয় প্রকাশ করা হবে।

শাসকদলের বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ উঠেছে যার মধ্যে সবচেয়ে চর্চিত দুর্নীতি হল এসএসসিতে শিক্ষক নিয়োগ। শাসক দলের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। এই দুর্নীতি মামলাতে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এই অবস্থায় রাজ্যজুড়ে কোন কোন তৃণমূল নেতা দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন, কাদের প্রভাব-প্রতিপত্তি অল্পদিনের মধ্যে বৃদ্ধি পেয়েছে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা শুরু করে দিল সিপিএম।

এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘পাহারায় পাবলিক’। এই কর্মসূচিতে আম জনতার কাছ থেকে তৃণমূল নেতাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা শুরু করেছে। সিপিএম বাম নেতাদের দাবি, বহু মানুষ আলিমুদ্দিনের কাছে তৃণমূল নেতাদের দুর্নীতি নিয়ে বহু তথ্য পাঠিয়েছে। তার মধ্যে কিছু তথ্য প্রথম ভাগে প্রকাশ করা হল। পরবর্তীতে আরও তৃণমূল নেতার দুর্নীতির বিষয় প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, এসএসসিতে নিয়োগে দুর্নীতি নিয়ে খোদ অভিযোগ এনেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই আধিকারিক উপেন বিশ্বাস। একটি ভিডিয়োবার্তায় তিনি দাবি করেছিলেন, প্রাথমিকে চাকরির জন্য ১৫ লক্ষ টাকা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে চাকরির জন্য ২৫ থেকে ৩০ লক্ষ টাকা নিয়ে শিক্ষকের চাকরি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে এক ব্যক্তির নামও করেছিলেন তিনি। যদিও তিনি জানিয়েছিলেন যে তিনি সিবিআই বা পুলিশের কাছে কোনও অভিযোগ করবেন না। যদি সিবিআই বা পুলিশ তার কাছে যায় তাহলে তিনি তদন্তে সাহায্য করবেন। অন্যদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশে মন্ত্রীকন্যার চাকরি গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারী ছাড়াও অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এছাড়াও, বগটুই কাণ্ডের পর গ্রেফতার হয়েছে আনারুল হোসেনের মতো একজন প্রভাবশালী নেতা। সব মিলিয়ে সিপিএমের এই কর্মসূচির ফলে তৃণমুলের অস্বস্তি আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বাংলার মুখ খবর

Latest News

কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.