বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ফাটল শব্দবাজি, বাজল মাইক, এনআরএস হাসপাতাল চত্বরে রাতভর চলল উল্লাস!

নীল-সাদা আলোয় ভরে উঠেছে এনআরএস হাসপাতাল চত্বরের পাশের মাঠ। সেখানে সজোরে বাজছে মাইক। আর সেইসঙ্গে ফাটানো হচ্ছে নিষিদ্ধ শব্দবাজি। বুধবার রাতে এরকম ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাঠের পাশেই রয়েছে কোভিড ওয়ার্ড। যেখানে রোগী ভরতি আছেন। সেই পরিস্থিতিতে কীভাবে নিষিদ্ধ শব্দ বাজি ফাটানো হল বা মাইক বাজানো হল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। বুধবার সোশ্যাল মিডিয়ায় এনআরএস হাসপাতালের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার এনআরএস হাসপাতালে একটি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষে বিজয় উল্লাস চলে মাঠে। অভিযোগ, এই বিজয় উল্লাসে অংশগ্রহণ করেছিলেন চিকিৎসক-পড়ুয়ারা। রাতভর বিজয়োল্লাস চলার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ তো বটেই পুলিশের পক্ষ থেকেও কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় খবর পাওয়ার পরেই সেখানে পুলিশ আটকাতে গিয়েছিল। কিন্তু চিকিৎসক পড়ুয়ারা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। তারপরেও পুলিশ কেন ব্যবস্থা নিল না তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেত্রী তথা চিকিত্‍সক অর্চনা মজুমদার । তিনি বলেন, 'এই ঘটনায় হাসপাতাল কতৃপক্ষ কীভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করল তা খতিয়ে দেখা প্রয়োজন।'

বন্ধ করুন