বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Metro: মেট্রোয় ভিড় বাড়তে শুরু করেছে, জনস্রোত ঠেকাতে প্রধান গেটে শাটার ফেলার ভাবনা

Kolkata Metro: মেট্রোয় ভিড় বাড়তে শুরু করেছে, জনস্রোত ঠেকাতে প্রধান গেটে শাটার ফেলার ভাবনা

জনস্রোত টের পেয়েছে মেট্রো রেল।

শুক্রবার এবং শনিবার থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। আর সপ্তমী থেকে নবমী পর্যন্ত বেলা ১টা থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত পরিষেবা মিলবে। যান্ত্রিক বিভ্রাট ঠেকাতে ৬টি গুরুত্বপূর্ণ স্টেশনে সর্বক্ষণ টেকনিক্যাল স্টাফ রাখা হচ্ছে। আর যাত্রী নিরাপত্তায় সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ ঘুরবে ট্রেনে।

দ্বিতীয়ার বিকেল থেকে তৃতীয়ার সকালেই জনস্রোত টের পেয়েছে মেট্রো রেল। আর তাতেই মেট্রো কর্তৃপক্ষ বুঝেছে এবার দুর্গাপুজোয় ভিড় কেমন হবে। তাই পুজোর সময় মেট্রো রেলে ভিড়ের চাপ সামলাতে প্রয়োজনে প্রধান গেটেই শাটার ফেলবে মেট্রো। কালীঘাট, মহাত্মা গান্ধী রোড, দমদম, শোভাবাজার, যতীন দাস পার্ক, নজরুলের মতো স্টেশনগুলিতে এই পদক্ষেপ করা হতে পারে বলে সূত্রের খবর। আবার ফাঁকা হলে ঢুকতে দেওয়া হবে যাত্রীদের।

কেমন ভিড় টের পেয়েছে মেট্রো?‌ দুর্গাপুজো উপলক্ষ্যে শপিংয়ে বেরিয়েছিলেন প্রায় দেড় লাখ যাত্রী। দৈনিক এতটাই বেড়েছে মেট্রোর যাত্রীসংখ্যা। তার মধ্যে অনেকে আবার দ্বিতীয়াতেই প্যান্ডেলে ঢুঁ মেরেছেন। পুজোর মুখে সেই সংখ্যাটা এখনই পৌঁছে গিয়েছে সাড়ে ছ’লাখ। এটা আরও অনেক বাড়বে পুজোর সময় বলেই মনে করা হচ্ছে। তাই ভিড়ের চাপ ঠেকাতে এবার প্রবেশ নিয়ন্ত্রণ করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ বলে সূত্রের খবর। স্মার্টগেট পর্যন্ত সাময়িক বন্ধ করার কথা ভাবা হচ্ছে। যাতে প্ল্যাটফর্মে যাত্রীসংখ্যা বেড়ে না যায়।

টিকিট কাউন্টারের বাইরে ভিড় হলে কী হবে? এক, মেট্রো স্টেশনে ভিড় ঠেকাতে প্রধান গেট বন্ধ করা হবে। দুই, প্ল্যাটফর্মে ভিড় ঠেকাতে স্মার্টগেট বন্ধ রাখা হবে। তিন, টিকিট কাউন্টারের সামনে ভিড় বাড়লে যাত্রীদের প্রধান গেটেই আটকানো হবে। এমনকী মেট্রোর সীমানায় প্রবেশ করানো হবে না। বৃহস্পতিবার চতুর্থী থেকেই ভিড় নিয়ন্ত্রণ করতে নয়া নিয়ম কার্যকর হতে পারে বলে জানা গিয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ মেট্রো সূত্রে খবর, শুক্রবার এবং শনিবার থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। আর সপ্তমী থেকে নবমী পর্যন্ত বেলা ১টা থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত পরিষেবা মিলবে। যান্ত্রিক বিভ্রাট ঠেকাতে ৬টি গুরুত্বপূর্ণ স্টেশনে সর্বক্ষণ টেকনিক্যাল স্টাফ রাখা হচ্ছে। আর যাত্রী নিরাপত্তায় সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ ঘুরবে ট্রেনে। কোনওভাবেই জোর করে মেট্রোয় উঠতে দেওয়া হবে না। এমনকী এসক্যালেটরে ওঠার সময় সতর্ক করা হবে।

বন্ধ করুন