সিআরপিএফ নিরাপত্তার জন্য হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন আইনজীবী কৌস্তভ বাগচী। এ ব্যাপারে কেন্দ্রের মত জানতে চেয়েছিল আদালত। সোমবার আদালতে কেন্দ্র জানিয়েছে, আইনজীবীর তথা কংগ্রেস নেতার বাড়িতে সিআরপিএ বসানো সম্ভব নয়।
গত ৪ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে গভীর রাতে কৌস্তভ বাগচীকে গ্রেফতার করেছিল পুলিশ। সকালে তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হলে ওইদিনই তিনি জামিন পান।
পরে রাতে বাড়িতে পুলিশি হানা, গ্রেফতারি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন কৌস্তভ। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে তিনি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। এর সঙ্গে, তাঁর নিরাপত্তার প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় বাহিনী দাবি করেন। সেই সময় আদালত কেন্দ্রে কাছে জানতে চায়, কংগ্রেস নেতাকে নিরাপত্তা দিতে পারবে কি না। পরবর্তী শুনানিতে তা কেন্দ্রকে জানাতে নির্দেশ দেয় আদালত।
সোমবার শুনানিতে আদালতের কাছে কেন্দ্র জানিয়েছে, কৌস্তভকে তারা নিরাপত্তা দিতে পারবে না। কারণ, সিআরপিএফের অফিস থেকে কৌস্তভের বাড়ি অনেক দূরে। সে কারণে তারা নিরাপত্তা দিতে পারবে না।
এর আগের শুনানিতে আদালত কলকাতার পুলিশ কমিশনারকে রিপোর্ট পেশ করতে বলেন। কোর্টের নির্দেশ মতো সোমবার সেই রিপোর্ট আদালতে পেশ করেন পুলিশ কমিশনার। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ‘আইনজীবীরা নিজেদের মধ্যে আলোচনা করে দেখুন এর কোনও সমাধান সূত্র বের কার যায় কিনা।’এই দূর্ভাগ্যজনক বিতর্কের শেষ হওয়া দরকার বলে বিচারপতি মন্তব্য করেন।