বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মধ্যরাতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে গোপন চিঠি লিখলেন রাজ্যপাল

মধ্যরাতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে গোপন চিঠি লিখলেন রাজ্যপাল

সিভি আনন্দ বোস।  (PTI)

শুক্রবার রাজ্যপালকে ‘বিন তুঘলক’ বলে উল্লেখ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শনিবার দুপুরে রাজ্যপাল বলেন, আমি আমার কাজে সন্তুষ্ট। আজ রাত ১২টার মধ্যে কী পদক্ষেপ করি দেখুন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য – রাজ্যপাল সাম্প্রতিক বিবাদ নতুন শিখরে পৌঁছল। শনিবার মধ্যরাতে নবান্ন ও কেন্দ্রীয় সরকারকে ২টি গোপন চিঠি পাঠালেন রাজ্যপাল। চিঠিতে কী আছে জানা না গেলেও রাজভবন সূত্রে খবর, সাম্প্রতিক ঘটনাক্রমের উল্লেখ রয়েছে তাতে।

শুক্রবার রাজ্যপালকে ‘বিন তুঘলক’ বলে উল্লেখ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শনিবার দুপুরে রাজ্যপাল বলেন, আমি আমার কাজে সন্তুষ্ট। আজ রাত ১২টার মধ্যে কী পদক্ষেপ করি দেখুন।

এর পরই রাজ ১২টার জন্য অপেক্ষায় ছিলেন অনেকে। রাত ১২টা বাজার কিছুক্ষণ পর জানা যায় রাজ্যপাল ২টি গোপন চিঠি লিখেছেন। একটি চিঠি পাঠিয়েছেন নবান্নকে, অন্যটি কেন্দ্রীয় সরকারকে।

রাজ্যপালের ওই হুঁশিয়ারির পর শনিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তাঁদের মধ্যে উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু গোপন চিঠিতে কেন্দ্র ও রাজ্যকে রাজ্যপাল কী সুপারিশ করেছেন তা জানা যায়নি।

 

বন্ধ করুন