বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌এটা আইনি কিনা দেখতে হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব’‌, বোসের রিপোর্ট তলবে ফোঁস ব্রাত্যর‌

‘‌এটা আইনি কিনা দেখতে হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব’‌, বোসের রিপোর্ট তলবে ফোঁস ব্রাত্যর‌

ব্রাত্য বসু-সিভি আনন্দ বোস।

বহু উপাচার্য রাজ্যপালের চিঠির পরও সেই নির্দেশ পালন করেননি। তাই দ্বিতীয় চিঠি পাঠানো হয়। সেখানে প্রথম চিঠির কথা উল্লেখ করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্য–রাজ্যপাল সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে। সাপ্তাহিক অ্যাক্টিভিটি রিপোর্ট চাওয়া হয়েছে চিঠির মাধ্যমে। যা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী।

রাজ্যপালের নির্দেশ মেনে বহু বিশ্ববিদ্যালয়ই তাদের সাপ্তাহিক রিপোর্ট রাজভবনে পাঠাচ্ছে না। সোমবার সে কথা স্মরণ করিয়ে দিয়ে আবার উপাচার্যদের চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপাচার্যরা যাতে অবিলম্বে রাজভবনে ওই রিপোর্ট পাঠান, সেই নির্দেশ দেওয়া হয়েছে। আর তাতেই রাজভবন বনাম বিকাশ ভবনের সংঘাত এবার প্রকাশ্যে চলে এল। এই সংঘাত যে আসবে সেটা আগেই জানিয়ে দিয়েছিল হিন্দুস্তান টাইমস বাংলা। এবার এই সাপ্তাহিক রিপোর্ট পাঠানোর বিষয়ে বোসের বিরুদ্ধে ফোঁস করে উঠলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এদিকে রাজ্যপাল ৭ এপ্রিল উপাচার্যদের একটি চিঠি পাঠিয়ে এই রিপোর্ট জমা দিতে বলেন। তার সঙ্গে আরও নির্দেশ ছিল, যে কোনও আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে উপাচার্যরা যেন তাঁর সঙ্গে কথা বলেন। বহু উপাচার্য রাজ্যপালের চিঠির পরও সেই নির্দেশ পালন করেননি। তাই আবার দ্বিতীয় চিঠি পাঠানো হয়। আর সেখানে প্রথম চিঠির কথা উল্লেখ করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্য–রাজ্যপাল সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে। সাপ্তাহিক অ্যাক্টিভিটি রিপোর্ট চাওয়া হয়েছে ওই চিঠির মাধ্যমে। যা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলি থেকে তিনজন করে সিনিয়র অধ্যাপকদের নামের তালিকা আবার চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সে কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। কয়েকদিন আগে চিঠি দিয়ে পাঁচজন করে সিনিয়র অধ্যাপকদের নামের তালিকা চেয়েছিল রাজভবন। সূত্রের খবর, সেই চিঠির পেয়েও একাধিক বিশ্ববিদ্যালয় নাম পাঠাইনি। তাই আবার নতুন করে চিঠি দেওয়া হল বলে মনে করা হচ্ছে। তবে এই চিঠি নিয়ে এখন রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে। আগেই রাজ্যপালের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার তিনি কার্যত হুঁশিয়ারি দিলেন।

ঠিক কী বলেছেন শিক্ষামন্ত্রী? এই ঘটনা নিয়ে তিনি রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন। রাজ্যপালের এই চিঠি পাঠানো নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু‌ সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, ‘‌এই বিষয়টি আইনি কিনা দেখতে হবে। উচ্চশিক্ষা দফতরকে এড়িয়ে এভাবে চিঠি পাঠানো যায় কিনা দেখতে হবে। এটা নিয়ে শিক্ষাবিদরা ভাবুন। বিরোধীরাও ভাবুন। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলব। এই বিষয়ে পুরনো চর্বিত–চর্বন আমি করতে চাইছি না। তবে খতিয়ে দেখা হচ্ছে আইনি দিকও।’‌ সুতরাং শিক্ষামন্ত্রীর মন্তব্য থেকে স্পষ্ট এই ইস্যুতে রাজ্যপালের বিরুদ্ধেই রয়েছে রাজ্য।

বাংলার মুখ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.