সাইবার ক্রাইমের ক্ষেত্রে এবার বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশন নর্থ ডিভিশন এনিয়ে বড় সাফল্য পেয়েছে। ইতিমধ্য়েই ৯২ হাজার টাকা উদ্ধার করতে পেরেছে কলকাতা পুলিশ। ঠিক কী হয়েছিল ঘটনাটি?
কলকাতা পুলিশ টুইট করে জানিয়েছে, এক ব্যক্তি মোবাইলে হেল্পলাইন খুঁজছিলেন। কারণ তাঁর ক্রেডিট কার্ডে বাড়তি চার্জ নেওয়া হয়েছে। এরপর তিনি একটি নম্বর পান বলে সূত্রের খবর। সেই নম্বরের সূত্র ধরে তিনি ফোন করেন। কিন্তু পরবর্তীতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে সেই হেল্পলাইন নম্বরের আড়ালে আসলে ছিল একটি ভুয়ো নম্বর। সেই নম্বরটি আসলে প্রতারকদের নম্বর। আর সেখানে ফোন করতেই তিনি জালে জড়িয়ে পড়েন। ওই প্রতারকরা তাঁর কাছে একটি লিঙ্ক পাঠায়। আর সেই লিঙ্কে ক্লিক করতেই তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ১ লাখ টাকা উড়ে যায়।
এরপর তিনি সাইবার থানায় অভিযোগ জানান। সাইবার থানার আধিকারিক প্রিয়াঙ্ক মণ্ডল তদন্তে নামেন। এরপরই ৯২ হাজার টাকা উদ্ধার করা গিয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
তবে অনেকেই বিভ্রান্তিতে পড়ে যান ধরুন আপনি কোনওভাবে সাইবার প্রতারণার শিকার হয়েছেন। কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না ঠিক কোথায় গিয়ে অভিযোগটা জানাবেন। কারণ অনেকক্ষেত্রেই দেখা যায় স্থানীয় থানায় গিয়ে শুনতে হয়, আমাদের ব্যাপার নয়, এটা সাইবার থানার ব্যাপার।
তবে কলকাতা পুলিশ বলছে তাদের কাছে রয়েছে ৯টি ডিভিশন। প্রতিটি ডিভিশনে একটি করে সাইবার শাখা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে জেনে নিতে হবে সাইবার শাখার কোন ডিভিশনে আপনি অভিযোগ জানাবেন।
নর্থ অ্যান্ড নর্থ সাবার্বান ডিভিশন- 033-2967-3051
সাইবার সেল সেন্ট্রাল ডিভিশন- 033 29530101
সাইবার সেল ইস্টার্ন সাবার্বান ডিভিশন- 033- 29673053
সাইবার সেল সাউথ ডিভিশন- 033-29540252
সাইবার সেল পোর্ট ডিভিশন- 033-29500079
সাইবার সেল সাউথ ইস্ট ডিভিশন- 033 29540254
সাইবার সেল সাউথ সাবার্বান ডিভিশন- 033- 24990199
সাইবার সেল সাউথ ওয়েস্ট ডিভিশন- 033- 29561055
সাইবার সেল ইস্ট ডিভিশন- 033- 29580053