বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Cyclone Amphan: চালু হল কন্ট্রোল রুম, হাজির থাকবেন মমতা, জেনে নিন নম্বর

Cyclone Amphan: চালু হল কন্ট্রোল রুম, হাজির থাকবেন মমতা, জেনে নিন নম্বর

ফাইল ছবি

মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমফান মোকাবিলায় নবান্নে কন্ট্রোল রুম চালু হয়েছে। যে কোনও বিপদে সেই কন্ট্রোল রুমে সাধারণ মানুষ ফোন করতে পারেন।

আমফান মোকাবিলায় নবান্নে চালু হল কন্ট্রোল রুম। ঝড়ের জেরে যে কোনও রকম বিপদে পড়লে ফোন করে জানাতে হবে এই কন্ট্রোল রুমে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ৩টি ফোন নম্বরও দিয়েছেন তিনি। 

মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমফান মোকাবিলায় নবান্নে কন্ট্রোল রুম চালু হয়েছে। যে কোনও বিপদে সেই কন্ট্রোল রুমে সাধারণ মানুষ ফোন করতে পারেন। কন্ট্রোল রুমে রয়েছে ৬০টি ফোন। ২৪ ঘণ্টা কাজ করবে এই কন্ট্রোল রুম। 

ঘূর্ণিঝড়ের জেরে কোথাও আটকে পড়লে, বা যে কোনও বিপদে ফোন করা যাবে এই নম্বরগুলিতে। ফোন করে সমস্যার কথা জানালেন প্রশাসনের তরফে সাহায্য পৌঁছে দেবেন আধিকারিকরা। 

মুখ্যমন্ত্রী জানান, Cyclone Amphan Control Room Phone Number 2214-3526, 2214-1995 ও 1070. 

 

বন্ধ করুন