৪ দিন আগে প্রথম পূর্বাভাস দিয়েছিল হিন্দুস্তান টাইমস বাংলা। অবশেষে ঘূর্ণিঝড়ের সেই পূর্বাভাসকে স্বীকৃতি দিল আলিপুর আবহাওয়া দফতর। জানাল আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড়। তবে পশ্চিমবঙ্গ নয়, ঝড়ের গতিমুখ হবে বাংলাদেশ মা মায়ানমার।
গত ১২ মার্চ রাতে বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার অফ কলকাতার সূত্রে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে মরশুমের প্রথম ঘূর্ণিঝড়ের প্রথম পূর্বাভাস জারি করা হয়। বুধবার সেই ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এদিন এক সাংবাদিক বৈঠকে হাওয়া অফিসের ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ঝড় চলে যাবে বাংলাদেশ বা মায়ানমারে।
এদিন সঞ্জীববাবু বলেন, বর্তমানে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ক্রমশ শক্তি বাড়িয়ে ২১ মার্চ ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। আন্দামান সাগরের কাছে তৈরি হবে এই ঘূর্ণিঝড়। এর পর পূর্ব – উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ বা মায়ানমার উপকূলে আঘাত হানবে সেটি। তবে ঝড়ের শক্তি নিয়ে কিছু বলেননি সঞ্জীববাবু।
এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়তে পারে তা এখনো নিশ্চিত ভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় সৃষ্টির পর তার গতিপথের সুনির্দিষ্ট আভাস পাওয়া গেলে এব্যাপারে মন্তব্য করা যাবে বলে জানিয়েছেন তাঁরা। ঝড়টি সৃষ্টি হলে তার নাম হতে পারে ‘অশনি’।