বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dakshineswar Skywalk: শীঘ্রই শুরু হবে দক্ষিণেশ্বর স্কাইওয়াক মেরামতির কাজ, খরচ ২.৮ কোটি

Dakshineswar Skywalk: শীঘ্রই শুরু হবে দক্ষিণেশ্বর স্কাইওয়াক মেরামতির কাজ, খরচ ২.৮ কোটি

দক্ষিণেশ্বর স্কাইওয়াক।

স্কাইওয়াকের লোহার সংযোগস্থলের বেশ কয়েকটি নাট ও বোল্টে বৃষ্টির জলের সংস্পর্শে ক্ষয় দেখা দিয়েছে। ওই সমস্ত ক্ষয়প্রাপ্ত নাট এবং বোল্টগুলি প্রতিস্থাপন করা প্রয়োজন রয়েছে। এই কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর স্কাইওয়াকের লোহার কাঠামোর ওপর ক্ষয়রোধি পেইন্টিং করা হবে।

দক্ষিণেশ্বরের রানি রাসমণি স্কাইওয়াক উদ্বোধনের চার মাসের মাথায় দেখা দিয়েছিল ফাটল। সেই সময় তড়িঘড়ি করা হয়েছিল মেরামতির কাজ। সাড়ে চার বছরের মাথায় ফের মেরামতির কাজ শুরু হতে চলেছে দক্ষিণেশ্বর স্কাইওয়াকে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) এই কাজ করবে। স্কাইওয়াকের ক্ষয়ে যাওয়া যেসমস্ত বিয়ারিং রয়েছে সেগুলি প্রতিস্থাপন করা হবে। এছাড়া, ফুটোগুলি ঢেকে রাখা, নতুন টাইলস লাগানোর পাশপাশি স্কাইওয়াকের নিচের পথটি মেরামত করা এবং কাঠামোর উপর ক্ষয়রোধী পেইন্টিং করা হবে। এই কাজের জন্য আনুমানিক ২.৮ কোটি টাকা ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই এই কাজের জন্য একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। দ্রুতই এই কাজ শুরু করার জন্য নির্দেশ জারি করবে কেএমডিএ।

আধিকারিকরা জানিয়েছেন, স্কাইওয়াকের লোহার সংযোগস্থলের বেশ কয়েকটি নাট ও বোল্টে বৃষ্টির জলের সংস্পর্শে ক্ষয় দেখা দিয়েছে। ওই সমস্ত ক্ষয়প্রাপ্ত নাট এবং বোল্টগুলি প্রতিস্থাপন করার প্রয়োজন রয়েছে। এই কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর স্কাইওয়াকের লোহার কাঠামোর ওপর ক্ষয়রোধি পেইন্টিং করা হবে। কেএমডিএ সম্প্রতি মা ফ্লাইওভারের উপরিভাগে এই ধরনের পেইন্টিং করেছে। এছাড়া, কিছু অংশে নতুন টাইলস বসানো হবে এবং স্কাইওয়াকের নিচের পথটিও মেরামত করা হবে। এই পথটি কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বছর পুজোর আগেই কাজ শেষ হবে বলে ওই আধিকারিক জানিয়েছেন৷

উল্লেখ্য, কেএমডিএ ৬০ কোটি টাকা খরচ করে এই স্কাইওয়াক উদ্বোধন করেছিল। ৩৪০ মিটার দীর্ঘ এবং ১০.৫ মিটার চওড়া দক্ষিণেশ্বর স্কাইওয়াকটি ২০১৮ সালের নভেম্বরে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্কাইওয়াকে ১৪টি এসকেলেটর এবং ৪টি লিফট রয়েছে। এই স্কাইওয়াকের সাহায্যে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া যায়। অন্যদিকে, কেএমডিএ চিংড়িঘাটা ফ্লাইওভারের মেরামতের কাজও হাতে নিয়েছে এবং অরবিন্দ সেতুর মেরামত করারও পরিকল্পনা করেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন