সোমবার দুপুর। আচমকা ঘন কালো করে এল আকাশ। সেই সঙ্গেই শুরু হয় ক্রমাগত বজ্রপাত। একের পর এক বাজ পড়ার শব্দে আতঙ্কিত পথচলতি লোকজন। এদিকে বৃহস্পতিবারই মালদায় বজ্রপাতে মারা গিয়েছেন ১১জন। মালদার এই ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। এখন সকলেরই আক্ষেপ যদি দামিনী অ্য়াপ সম্পর্কে মানুষ একটু জানতেন অর্থাৎ তাঁদের যদি আগে জানানো হত তাহলে মনে হয় এমন বিপর্যয় নেমে আসত না একাধিক পরিবারে।
দামিনী অ্য়াপ। এই অ্যাপ সম্পর্কে ওয়াকিবহাল নন অনেকেই। কিন্তু এই অ্যাপ কার্যত বাজের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে প্রাণ। কিন্তু এই অ্যাপ সম্পর্কে সেভাবে জানেন না অনেকেই। তাছাড়া যাঁরা মাঠে কাজ করেন তাঁদের এই অ্য়াপ সম্পর্কে জেনে রাখা অত্যন্ত দরকার। কারণ এই অ্য়াপের মাধ্য়মে কখন কোথায় বাজ পড়বে তা জানিয়ে রাখা হয়। এককথায় আগাম সতর্কতা। এই অ্যাড ফোনে থাকলে সেখান থেকে জানা যায় বাজ সম্পর্কিত তথ্য। বাজ সম্পর্কে আগাম জানা যায় এই অ্যাপের মাধ্যমে। কিন্তু সেই অ্যাপ সম্পর্কে জানেন কতজন?
মালদায় ১১জনের বজ্রপাতে মৃত্যুর পরে এবার নড়ে বসেছে প্রশাসন। এবার এই অ্য়াপ সম্পর্কে মানুষকে জানানোর পরিকল্পনা নিচ্ছে জেলা প্রশাসন।সেই সঙ্গে মালদা জেলা প্রশাসন আপাতত পরিকল্পনা নিচ্ছে যাতে বজ্রপাতের সম্পর্কে আগাম জানা যায়।
মালদার ঘটনা কার্যত শোরগোল ফেলে দিয়েছে গোটা বাংলা জুড়ে। এতজন মানুষের একদিনে মৃত্যু। কিন্তু এই দামিনী অ্যাপটা পাওয়া যাবে কীভাবে? কী ধরনের সুবিধা পাওয়া যায় এই অ্যাপের মাধ্য়মে?
কেন্দ্রীয় ভূবিজ্ঞানমন্ত্রক এই দামিনী অ্যাপ চালু করেছিল। কিন্তু সেই অ্যাপ সম্পর্কে সেভাবে প্রচার না হওয়ার জেরে অনেকেই এই অ্যাপ সম্পর্কে জানার সুযোগ পাননি। এই অ্যাপের মাধ্য়মে ২০-৪০ কিমির মধ্য়ে বাজ পড়ার সম্ভাবনা থাকলে তা বোঝা যাবে।
গুগল প্লে স্টোর থেকে এই দামিনী অ্যাপ ডাউনলোড করা যায়। যে কোনও ব্যক্তির অ্যানড্রয়েড ফোন থাকলেই তিনি এই ধরনের অ্যাপ ডাউনলোড করতে পারেন। সেই অ্যাপ ডাউনলোড করা থাকলে বাজ পড়া সম্পর্কে কিছুটা সচেতন হওয়া যায়। সেই সঙ্গে বাজ পড়ার সম্ভাবনা থাকলে খোলা জায়গায়, গাছের নীচে না থাকা সহ একাধিক বিষয় সম্পর্কে সচেতন থাকার ব্যাপারে বলা হয়। মালদার ক্ষেত্রেও দেখা গিয়েছিল তাদের মধ্য়ে কয়েকজন ছিলেন আম গাছ তলায়। আর সেখানেই বজ্রপাতে সব শেষ।