বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Madhyamik Exam: মাধ্যমিকে ইতিহাস পরীক্ষার সূচি বদল, নয়া তারিখ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ

Madhyamik Exam: মাধ্যমিকে ইতিহাস পরীক্ষার সূচি বদল, নয়া তারিখ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ

মাধ্যমিক পরীক্ষা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

বৃহস্পতিবার জেলাশাসক রাজর্ষি মিত্র সাংবাদিক বৈঠক করে জানান, ৬০ নম্বর বিধানসভা সাগরদীঘির বিধায়ক সুব্রত সাহার মৃত্যুর কারণে ওই বিধানসভায় পুনরায় নির্বাচন হবে। ২৭ ফেব্রুয়ারি ২০২৩ নির্বাচন এবং গণনা হবে ২ মার্চ ২০২৩। গেজেট নোটিফিকেশন করা হবে ৩১ জানুয়ারি ২০২৩। মনোনয়নের শেষ দিন ৭ ফেব্রুয়ারি ২০২৩।

সম্ভাবনাই বাস্তবায়িত হল। এবার সাগরদীঘিতে উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার সূচি বদল হয়ে গেল। সুব্রত সাহার মৃত্যুর পর ওই এলাকায় বিধায়ক পদ শূন্য রয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচন হবে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তার জেরেই বদলে গেল ইতিহাস পরীক্ষার দিনক্ষণ।

কবে হবে ইতিহাস পরীক্ষা?‌ মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের জেরে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল করা হয়েছে। তাই ২৭ ফেব্রুয়ারি পরীক্ষার বদলে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হবে ১ মার্চ। আজ, বৃহস্পতিবার বোর্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। এই মর্মে একটি নোটিশ জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেখানে উল্লেখ করা হয়েছে, ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ হবে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা।

উপনির্বাচন নিয়ে কী জানা যাচ্ছে?‌ আজ, বৃহস্পতিবার জেলাশাসক রাজর্ষি মিত্র সাংবাদিক বৈঠক করে জানান, ৬০ নম্বর বিধানসভা সাগরদীঘির বিধায়ক সুব্রত সাহার মৃত্যুর কারণে ওই বিধানসভায় পুনরায় নির্বাচন হবে। ২৭ ফেব্রুয়ারি ২০২৩ নির্বাচন এবং গণনা হবে ২ মার্চ ২০২৩। গেজেট নোটিফিকেশন করা হবে ৩১ জানুয়ারি ২০২৩। মনোনয়নের শেষ দিন ৭ ফেব্রুয়ারি ২০২৩। মনোনয়ন স্ক্রুটিনির তারিখ ৮ ফেব্রুয়ারি আর মনোনয়ন প্রত্যাহার করার জন্য ১০ ফেব্রুয়ারি ঠিক করা হয়েছে।

কী বলছে মধ্যশিক্ষা পর্ষদ?‌ আগামী ২৭ ফেব্রুয়ারি ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। পর্ষদের নোটিশে বলা হয়েছে, ‘‌বৃহত্তর জনস্বার্থে’‌ উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল করা হল। পরীক্ষার স্থান অপরিবর্তিত থাকবে। বাকি পরীক্ষার দিনগুলিতেও কোনও বদল হয়নি বলে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। গত ২৯ ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন