শুভেন্দুবাবু বলেন, ‘স্বাধীনতার পর থেকে এতবড় দুর্নীতি আর হয়নি। কত বড় দুর্নীতি হয়েছে তা দিনের আলোর মতো পরিষ্কার। দুর্নীতির মূলাধারের নাম পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু কার কার সুপারিশে হাজার হাজার প্রার্থীকে চাকরি দিয়েছেন, তা জানাতে হবে।’
সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি দেওয়া হয়েছিল। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে এসএসসি–তে নিয়োগ দুর্নীতি স্বাধীনতার পর সবচেয়ে বড় দুর্নীতি বলেই অভিহিত করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
এসএসসি নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল সরকারকে আক্রমণ করতে গিয়ে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, ‘পরেশ অধিকারী তৃণমূলে যোগদানের সময় তিনটি শর্ত দিয়েছিলেন। তার মধ্যে নিয়ম ভেঙে মেয়েকে চাকরি দেওয়ার শর্তও রেখেছিলেন। সেই শর্তপূরণ নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে হয়নি। নিয়মের বাইরে গিয়ে পরেশের মেয়েকে নিয়োগ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে। এতে হাত ছিল পার্থ চট্টোপাধ্যায়ের।’
একইসঙ্গে রাজ্যে এসএসসি দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘স্বাধীনতার পর থেকে এতবড় দুর্নীতি আর হয়নি। কত বড় দুর্নীতি হয়েছে তা দিনের আলোর মতো পরিষ্কার। দুর্নীতির মূলাধারের নাম পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু কার কার সুপারিশে হাজার হাজার প্রার্থীকে চাকরি দিয়েছেন, তা জানাতে হবে।’ উল্লেখ্য, ইতিমধ্যে এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে। পাশাপাশি রাজ্যের আরেক মন্ত্রী পরেশ অধিকারীকেও সিবিআইয়ের কাছে হাজিরা দিতে বলা হয়েছে।