কলকাতার কোয়েস্ট মলের পেছনে একটি ঘর। সেখানেই পড়েছিল এক যুবকের নিথর দেহ। ব্রাইট স্ট্রিট সংলগ্ন এলাকার ওই ঘর থেকে দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। কিন্তু কীভাবে মৃত্যু হল ওই যুবকের?
মৃতের নাম সমশের আলি। তার বয়স ৩৮ বছর। শামসুল হুদা রোডে তার বাড়ি। সূত্রের খবর, তার ঘর থেকে একটি পিস্তলও মিলেছে। এদিকে ওই ঘরের দেওয়ালে রক্তের দাগ ছিল। দেহটির গলায় ছিল কাটা দাগ।
কিন্তু কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির? তাকে খুন করা হয়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে। ওই যুবক ঠিকাদারি করতেন। কে বা কারা তাকে খুন করল তা নিয়ে প্রশ্ন উঠছে। কেউ রেষারেষির জেরে তাকে খুন করেছে কি না সেটা পরিষ্কার নয়। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ঘটনা খতিয়ে দেখছে। এদিকে মৃতের স্ত্রী দেহটি শনাক্ত করে। কড়েয়া থানা দেহটি উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়। কে বা কারা ওই ব্য়ক্তিকে মারল কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গেই প্রশ্ন উঠছে ঘরের ভেতর থেকে যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সেটা কার?