বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 6th Pay Commission HC Contempt Case: পুজোর অনুদান নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, ডিএ মামলার আগে জারি নির্দেশিকা

6th Pay Commission HC Contempt Case: পুজোর অনুদান নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, ডিএ মামলার আগে জারি নির্দেশিকা

হাই কোর্টে আজ  মহার্ঘ ভাতা নিয়ে মামলার শুনানি হবে। এর আগে দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। এরই মাঝে এবার সামনে এল রাজ্য সরকারের একটি চিঠি। তাতে দেখা গেল যে ইতিমধ্যেই সরকারের তরফে অনুদানের টাকা বরাদ্দ করা হয়েছে।