মকর সংক্রান্তি উপলক্ষ্যে গঙ্গাসাগরে ঢল নেমেছে পূণ্যার্থীদের। কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পূণ্য অর্জন।আর তার মধ্যেই রাজ্যের কোভিড বুলেটিনে উঠে এল ভয়াবহ তথ্য।বৃহস্পতিবার রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছিল ২৬জনের। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে দেখা যাচ্ছে একদিনেই মৃত্যু হয়েছে ২৮জনের। যা এককথায় রেকর্ড। নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬৪৫জন। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৩১.১৪ শতাংশ। এদিকে কলকাতার কোভিড পরিস্থতি এককথায় ভয়াবহ। শুধু কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৮৭জন। কলকাতাতেই মৃত্যু হয়েছে ৭জনের। যা এককথায় উদ্বেগজনক। উত্তর ২৪ পরগনার মৃত্য়ু ছাপিয়ে গিয়েছে কলকাতাকেও। সেখানে মৃতের সংখ্য়া ৮জন। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনায় মৃতের সংখ্য়া ২জন।
এদিকে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৮জন। দক্ষিণ ২৪ পরগনায় এই সংখ্যা ১ হাজার ৫৩৩জন। হাওড়া, হুগলির ছবিও যথেষ্ট উদ্বেগজনক। হাওড়ায় আক্রান্তের সংখ্য়া ১ হাজার ২২৩জন। হুগলিতে আক্রান্তের সংখ্য়া ১ হাজার ৩৯৪জন। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ১জন করে মৃত্যু হয়েছে করোনায়। সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে করোনার এই বাড়বাড়ন্ত ও তার সঙ্গে মৃত্যুর হার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে অনেকের।