বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata on RG Kar Hospital Rape Case: ‘১ জনকে ফাঁসি দিলে….’, RG করে ধর্ষণ নিয়ে বললেন মমতা, মনে করালেন ধনঞ্জয়ের কথাও

Mamata on RG Kar Hospital Rape Case: ‘১ জনকে ফাঁসি দিলে….’, RG করে ধর্ষণ নিয়ে বললেন মমতা, মনে করালেন ধনঞ্জয়ের কথাও

আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণের ঘটনায় ফাঁসির পক্ষে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের। (ছবি সৌজন্যে পিটিআই)

আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় দোষীর ফাঁসির পক্ষে সওয়াল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ধনঞ্জয়ের কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

একজনকে ফাঁসি দিলেই বাকিরা ভয় পাবে - আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেইসঙ্গে ধনঞ্জয়ের কথা মনে করিয়ে তিনি এটাও জানিয়েছেন যে কোনও নিরাপরাধীকে যেন শাস্তি না দেওয়া হয়। যে এই জঘন্য ঘটনায় যুক্ত আছে, তাকে ফাঁসি দেওয়াই উচিত। অপরাধীর ফাঁসির জন্য তিনি পথে নামছেন বলেও জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

'ধর্ষণ একটা সামাজিক ব্যাধি'

বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে মমতা বলেন, ‘মৃত্যুটা (আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণ চিকিৎসক, স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন) খুব বেদনাদায়ক। তাঁর পরিবারের প্রতি আমার পুরো সমবেদনা আছে। আমি কেন, আমাদের বাংলার সকলের, আমাদের দেশের সকলের (সমবেদনা আছে)। কখনও কখনও এক-আধটা ঘটনা ঘটে যায়। এটা একটা সামাজিক ব্যাধি। এরা সমাজের শত্রু। এটা কেউ বন্ধু নয়। সেই জিনিসটাকে আমরা কখনও সমর্থন করি না। সমর্থন করতে পারি না।’

আরও পড়ুন: Anti-Mamata govt movement: ‘মমতা সরকারের পতনের শুরু’, দুর্নীতির আঁচে তপ্ত বাংলায় ক্ষোভ বাড়াল RG কর কাণ্ড

‘এক্সট্রা-অর্ডিনারি ক্রিমিনাল……’

সেই প্রসঙ্গে আবার গত কয়েকদিনে উত্তরপ্রদেশে কী ঘটেছে, মধ্যপ্রদেশে কী ঘটেছে, সেই বিষয়টি তুলে ধরেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। হাথরাস, উন্নাও, বিলকিস বানোর মতো ঘটনারও উল্লেখ করেন। সেইসঙ্গে তিনি বলেন, ‘এটা যারা করে ইটস অ্যা বিগ অ্যান্ড বিগ... কী বলব, আমি জানি না। এক্সট্রা-অর্ডিনারি ক্রিমিনাল...ইটস অ্যা ক্রাইম। বিগ ক্রাইম।’

ধর্ষণে ফাঁসিই একমাত্র শাস্তি, মত মমতার

মুখ্যমন্ত্রী বলেন, ‘এর কোনও শাস্তিতে লাভ নেই। একটাই শাস্তি। ফাঁসি দিয়ে দাও, যাতে একজনকে ফাঁসি দিলে অন্যরা কিছু করার আগে ভয় পায়। কিন্তু এটা আমি নিশ্চয়ই বলব, প্রকৃত দোষী যেন শাস্তি পায়। নিরাপরাধী যেন (শাস্তি) না পায়। কারণ এখন ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কেসটা প্রতিদিন লেখা হচ্ছে।’ 

আরও পড়ুন: Meyera Rat Dokhol Koro Face Rimjhim Sinha: তাঁর এক ডাকেই ‘রাত দখল’ মহিলা, ‘মুখ’ হয়ে ওঠা প্রেসিডেন্সির প্রাক্তনী আদতে কে?

তিনি আরও বলেন, ‘তার হয়ে একজনকে সাক্ষী দিতে বলা হয়েছিল। যে সাক্ষী দিয়েছিল, সে স্বীকার করছে যে আমার পাপবোধ হচ্ছে, আমায় দিয়ে তখন বলানো হয়েছিল। এদিকটা যেন আমরা লক্ষ্য রাখি। দোষীরা শাস্তি পাক। কিন্তু কোনও নিরাপরাধীকে যেন এই শাস্তি পেতে না হয়।’ 

উল্লেখ্য, তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। একাংশের অভিযোগ, বড় মাথাকে আড়াল করতে ওই সিভিক ভলান্টিয়ারকে ‘বলির পাঁঠা’ করেছে পুলিশ। যদিও এখন মামলার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে।

আরও পড়ুন: Mamata praises Police on RG Kar Vandalism: ‘এটা ভালো’, RG কর কাণ্ডে পুলিশের প্রশংসায় মমতা, ‘পুজো, শ্যুটিং- সবেই কাজ করে’

বাংলার মুখ খবর

Latest News

শুক্রর তুলায় প্রবেশ, ৫ রাশির জীবনে বাড়বে প্রেম, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল আগামী সপ্তাহে আরও একটা নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর প্রস্তুতি আরজি কর নিয়ে প্রতিবাদ এবার ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের মঞ্চে, মন্ত্রমুগ্ধ বিচারকার ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে: অপূর্ব দিল্লিতে ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছিলেন গৌতম গম্ভীর- আকাশ চোপড়ার বড় দাবি ছুটি কাটাতে কিমকে নিমন্ত্রণ, নজরে পাকিস্তান, ট্রাম্পকে ‘মারতে চাওয়া’ রায়ান কে? ভাদ্রপদ পূর্ণিমাকে কেন বিশেষ মানা হয়? জেনে নিন এই দিন স্নান দান পুজোর শুভ সময় বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, পুজোর মুখে পর পর ৮টি মূর্তি ভাঙচুর বছরে আয় ১০ কোটি! ভারতে ক্রিকেট ধারাভাষ্যকারদের বেতন নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া অতিরিক্ত আত্মবিশ্বাসকে সঙ্গী করেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার দাবি শান্তর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.