'মেয়েদের রাত দখল' কর্মসূচি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল কংগ্রেস দেবাংশু ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, বামেরা এই আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে চাইছে। নারীদের আন্দোলন হাইজ্যাক করতে চাইছে বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় দেবাংশু লেখেন, 'রাতের দখল নিয়ে শুভেচ্ছা রইল। সাধারণ মহিলাদের প্রতিবাদ অক্ষয় হোক। শুধু খেয়াল রাখবেন, রাত দখলের প্রতিবাদের আগুন যেন অন্যের রাজনৈতিক রুটি সেঁকার জায়গা না হয়ে ওঠে। লাল হায়নারা কিন্তু হাইজ্যাক করার অপেক্ষায় বসে আছে। বাকি, আমার মা, দিদি, বোনেদের শুভেচ্ছা।' (আরও পড়ুন: দেরিতে ঘুম ভাঙে পুলিশের, RG করের প্রাক্তন অধ্যক্ষকে করা হয় তলব, তবে যাননি সন্দীপ)
আরও পড়ুন: 'বিপ্লবী সাজা উচিত নয়', ফের 'মেয়েদের রাত দখল'-এর আন্দোলনকে 'নাটক' আখ্যা কুণালের
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে 'বিচলিত' মহুয়া, তাই প্রশ্ন তুললেই করছেন ব্লক! উঠল বিতর্কের ঝড়
এর আগে গতকাল আরজি করের ঘরের দেওয়াল ভাঙার ঘটনা নিয়েও পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছেন, 'ফেক নিউজ ছড়াবেন না। কোনও সেমিনার রুম ভাঙ্গা হচ্ছিল না। যে রুম ভাঙ্গা হচ্ছিল সেটা অ-ব্যবহৃত অবস্থায় থাকতো। তাই সেটাকেই রেনোভেট করে ফিমেল রেস্টরুম তৈরির কাজ চলছিল। পরবর্তীকালে পুলিশের নির্দেশে সেই কাজও বন্ধ করা হয়। মনে রাখবেন গোটা হসপিটালটা কিন্তু সিল করা হয়নি। ফলে হাসপাতালের অন্য কোন অংশে কোন কাজ হবে না, এ কথা যারা রটাচ্ছে, তারা ঘটনাপ্রবাহকে জটিল করার চেষ্টা করছে কেবলমাত্র।'
আরও পড়ুন: মিলল খনিজের ওপর ১৯ বছরের বকেয়া সেস আদায়ের অধিকার, সুপ্রিম রায়ে পকেট ভরবে বাংলার
অপর একটি পোস্টে আরজি কর নিয়ে ভুয়ো খবর ছড়ানো প্রসঙ্গে দেবাংশু লেখেন, 'এর কীভাবে কি কি হয়েছিল, কে কে আছে, সবাই সবটা জেনে গেছে। অথচ, পুলিশকে কেউ কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে এগিয়ে আসছে না। হোয়াটসঅ্যাপে মেসেজ এলেই বিশ্বাস করবেন না। কিছু মানুষ ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। পুলিশের উপর রবিবার অবধি ভরসা রাখুন.. সর্বশক্তি দিয়ে প্রতিবাদ করুন। এ জঘন্য ঘটনার প্রতিবাদ হওয়া প্রয়োজন। কিন্তু আপনার প্রতিবাদের আগুনে কাউকে রাজনীতির রুটি সেঁকতে দেবেন না।' এদিকে আজকের রাতের কর্মসূচির বিরুদ্ধে পোস্ট করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও।
আরও পড়ুন: অফ-ক্যাম্পাসিংয়ে নিয়োগের ঘোষণা কগনিজ্যান্টের,২.৫২ LPA বেতন শুনে ক্ষুব্ধ নেটপাড়া
এদিকে এই পরিস্থিতিতে সুখেন্দুশেখর রায় ঘোষণা করেছেন বুধবারের কর্মসূচিকে সমর্থন জানান। সকালে এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, 'আমিও প্রতিবাদে যোগ দেব। কেন না লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও এক জন মেয়ের বাবা, নাতনির দাদু। আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে। চলুন সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। যাই হোক না কেন।'