আবার ডাকলে আবার আসব। ভোট পরবর্তী হিংসায় সিবিআই দফতরে হাজিরা দিয়ে বেরিয়ে এমনই বললেন যুব তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। এদিন প্রায় ঘণ্টাখানেক দেবরাজকে জেরা করেন গোয়েন্দারা।
মঙ্গলবার জেরার মুখোমুখি হয়ে বেরিয়ে দেবরাজ বলেন, ‘আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে। তারা আমাকে ডেকেছে। আমি দায়িত্বশীল নাগরিক হিসাবে তাদের সাহায্য করতে এসেছি। আমাকে নির্দিষ্ট কিছু প্রশ্ন করেছে। আমি সাধ্যমতো তার জবাব দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এক দেড় বছর আগে কী ঘটেছিল তা নিয়ে প্রশ্ন করেছেন গোয়েন্দারা। যে কোনও মৃত্যুই দুঃখের। আক্রান্ত পরিবারের পাশে থাকতে পারলে ভালো লাগবে।’
গত বছর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ২ মে দমদম পার্কের হরিচাঁদ পল্লিতে বাড়ির কাছে উদ্ধার হয় বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসের ঝুলন্ত দেহ। অভিযোগ ওঠে প্রসেনজিৎকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভোটপরবর্তী হিংসার মামলার মধ্যে অন্তর্ভুক্ত হয় এই ঘটনা। আদালতের নির্দেশে তার তদন্তভার হাতে নেয় সিবিআই। বিজেপির দাবি, প্রসেনজিৎকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ মানতে অস্বীকার করে তৃণমূল।
এদিন দেবরাজ বলেন, ‘তদন্তকারীদের জানিয়েছি, আবার ডাকলে আবার আসব।’